আমারে চিনো বাবু? দেখোতো আইসা কাছে
আমার ছোঁয়ায় হাজারো পুরুষ, নতুন কইরা বাঁচে।
ভুইলা গেলা বাবু সেই রাতেরি ক্ষণ?
যে রাইতে বাপরে বাইন্ধা, আমারে করিলো নির্যাতন
যৌবন নদীতে সাঁতার কাইটা নোঙর দিলো ঘাটে
আমারে নষ্টা বানাইতেগো বাবু,সালিশ বসাইলো হাটে।
মাটির দিকে চাইয়া রইলাম ছাড়লাম না ত বুলি
মাতবর মিয়া লাঠি বসাইলো পিঠের কাপড় খুলি
বাপ মইল্লো লজ্জা ঢাইকতে মা মইল্লো শোকে
শত হাত হাইটা আইলো আমার কচি বুকে।
সমাজপতি, লাখোপতি সব পতিদের ছ্যালা
রাইত হইলে বসাইতো যে, আমার ঘরে মেলা।
মুখ দেখাইতে না পাইরা ছাইড়া দিলাম ঘর
আপনজনরা সবই এখন হইয়া গেলো পর।
নিজের রাস্তা বাইচা নিতে আইলাম এ পাড়ায়
শত পুরুষ রয়গো বাবু, হাত দুখান বাড়ায়।
তোমরা কিরাম খারাপ মানুষ রাইতের বেলা বুঝি
"আঁন্ধার পাড়ায়" থাইকা আমি আসল মানুষ খুঁজি।
লেখক – মামুন মুনতাসির।
লেখকের আরো একটি গল্প পড়ুন : ছেঁড়া ব্লাউজ (১৮+ গল্প)
The post আঁন্ধার পাড়ায় (নারী কবিতা) । মামুন মুনতাসির appeared first on Amar Bangla Post.