Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

নিরর্থ জীবন (নারী জীবন ভিক্তিক কবিতা) by লিপি শেঠ

$
0
0

খালাম্মাগো! 
কাজ করছি অনেক বাড়ি
তবু ছিলাম সুখে
সকাল থেইকা সন্ধ্যাবেলা
স্বপ্ন নিয়া বুকে!


ছনের ঘরটা ছিল ভাঙা 
আধপেটাতেও হাসি
ছিলাম আমরা সুখের রাজ্যে
এখন সবই বাসী!


অন্যের বাড়ী কাজ কইরা
খাইতাম দুজন ভাগে
ছোট ঘরেই চান্দের আলো
হাসতাম ফাগুন-মাঘে।


আস্তে আস্তে ঘরখানা মোর
হইল অনেক বিশাল
ঘরের সামনে উঠান হইল
হইল গরুর পাল।


চাইয়া আনছি ছোট চারা
এখন লম্বা গাছ
সুপারি নারকোল আকাশ সমান
পুকুর ভরা মাছ।


সুখের মুখ দেখছি যখন
আইলো কিসের ঝড়
আমি নাকি বাজা মাইয়া
হইলাম আজ পর!

বিয়া করলো বউ আইলো
হইলনা আর ছাওয়াল
কপাল আমার গেলো ভাইঙ্গা
বুকে বিঁধাইল শাল।


চোখের জলে নাকের জলে
দু:খে মাখামাখি 
পায়ের মধ্যে পইড়া কইলাম
ঘরের কোনে থাকি?


তালাক আমায় দিবই দিবই
ফেলছি কত জল
পাষাণ বেটার মন গলে নাই
আমার সাথেই ছল!


করছি অনেক নিবেদন তারে
থাকার জন্য জায়গা
মরলে যেন কবরখানি দেয়
আমার জায়গার ভাগা।


খালাম্মাগো!পাষাণ এমন
হইলোনা আর থাকা
একটুখানিও গলে নাই বরফ
নতুন প্রেমেযে মাখা!


ঘরের পিছের গাছের নীচে
এখনোও যাই আমি
গাছগুলান সব অনেক বড়
এখন অনেক দামী!


সবই এখন তার হইছে
আমি কাজের খালা
কান্না আমার আপন শুধু
বুকের মধ্যে জ্বালা!!


আমার এখন শহরে বাস
জীবনটাই হইলো ঝড় 
সময় পাইলেই মনে করি
আপন হইল পর!!


লেখিকাঃ লিপি শেঠ

The post নিরর্থ জীবন (নারী জীবন ভিক্তিক কবিতা) by লিপি শেঠ appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles