করছ সবে প্রেমের খেলা
জান কি প্রেমের মানে?
প্রেম মানে কি নিত্য চাওয়া
দোহার মুখের পানে?
প্রেম মানে কি প্রণয়িনীর
হাতের পরশ পাওয়া?
প্রেম মানে কি সখীর বাড়ি
নিত্য আসা-যাওয়া?
সখার লাগি গভীর রাতে
লুকিয়ে লিখা চিঠি?
থাম থাকে না সেই চিঠিটার,
থাকে না তার দিঠি।
প্রেম মানে কি কাব্য লিখা
সখীর কালো চুল?
ভালবাসা দিবসের ঐ
একটি গোলাপ ফুল!
প্রেম মানে কি কলেজ মাঠে
নিত্য ঘোরা ঘুরি
প্রেম মানে কি কাপুরুষের
মিথ্যা বাহাদুরি?
কানের ভেতর ঝুলিয়ে রাখা
হেড ফোনের ঐ তার?
নিত্য নতুন সখার দেওয়া
দামী উপহার।
প্রেম মানে কি মুঠোফোনে
নিত্য আলাপন?
ভীতি মনে, বাড়ির লোকে
দেখে ফেলে কখন!
প্রেম মানে কি সেল ফোনেতে
নিত্য ফ্লেক্সিলোড?
মেসেজেতে টাইপ করা
ভালবাসার কোড।
প্রেম মানে কি মেক-আপ দিয়ে
রাঙা সখীর মুখ?
শার্টেরই ঐ বোতাম খোলা
সখার নগ্ন বুক।
প্রেম মানে কি মায়াবী চোখ
সানগ্লাসেতে ঢাকা?
সখীর কানের ঝুমকো দুল আর
অক্ষি কাজল আঁকা।
প্রেম মানে কি সখার ঠোঁটের
রঙিন সিগারেট?
ব্যাগের ভেতর লুকিয়ে রাখা
সিডির নতুন ক্যাসেট।
প্রেম মানে কি বাইপাসেতে
বাইক চেপে বসা?
পার্কে বসে ন্যাকামি আর
মিষ্টি কথা বলা।
প্রেম মানে কি দেয়ালেতে
লেখা সখীর নাম?
তাঁদের নিয়ে লোকে গীবত
করেছে অবিরাম।
প্রেম মানে কি ক্যান্টিনেতে
বসে ফুচকা খাওয়া?
রাখিতে মান সখীর কাছে-
নিত্য যে ধার চাওয়া।
প্রেম মানে কি শিল্প কলায়
এক সাথে গান শেখা?
হলে বসে সখীর সাথে
‘মনপুরা’ ফিল্ম দেখা।
প্রেম মানে কি ই-মেইলে
পাঠানো ঐ ছবি?
ছন্দবিহীন কাব্য লিখে
সবাই ওরা কবি!
প্রেম মানে কি বলিউডের
জমকালো গান শোনা?
দিনের বেলায় ছাদে বসে
রাতের তাঁরা গোনা।
প্রাইভেটেরইনাম করে হায়-
ঘুরে সখা-সখী,
প্রেম মানে কি বাসায় ফিরে
মায়ের বকাবকি?
প্রেম মানে কি কফি হাউস,
ফুড প্যালেসে বসা?
প্রেম মানে কি পকেট মানির
নিত্য মরণ দশা?
প্রেম মানে কি সবার থেকে
ভিন্ন পথে চলা?
প্রাণ সখীর মন গলাতে
মিথ্যা কথা বলা।
প্রেম মানে কি ভালবাসার
মিথ্যা অভিনয়?
নিত্য রাতে স্বপ্নে দেখা
মধুর পরিণয়।
প্রেম মানে কি সখীর মনের
গোপন সন্দেহ?
তাঁহার মনের এসব ভীতি
জানেনা তো কেহ।
প্রেম মানে কি সখার তরে
নিঃস্ব হবে ধনি?
সখা তাঁহার করবে হরণ
প্রাণ সুধার খনি।
প্রেম মানে কি সখার দেয়া
আবিলতার কালি?
প্রেম মানে কি কলঙ্কিনী
কুলের চোখের বালি?
সখার লাগি সখির মনের
চাপা অভিমান?
প্রেমাঘাতে সখার পরাণ
যায় হয়ে খান-খান।
প্রেম মানে কি প্রতারণা,
ছলনার খেলা?
সখার উপর গোপন রাগে
কাটে সখীর বেলা।
সখার মনের গোপন ঘরে
করুণ হাহাকার,
বেড়েই চলে প্রতিটিক্ষণ
বিষ ব্যথার ভার।
প্রেম মানে কি হতাশা আর।
বিরহেতে মরা?
ছুরি দিয়ে নিজের বাহু
নিজেই জখম করা।
প্রেম মানে কি কোমল হাতের
বিমল রক্তপাত?
দুঃখেরই ঐ অশ্রুধারায়
কাটছে তাঁদের রাত।
প্রেম মানে কি সখীর গায়ে
বৈশাখের শাড়ি?
সখার মাথার বাবরি চুল আর
মুখের খোঁচা দাড়ি।
প্রেম মানে কি দশের মুখে
দোষের কানাকানি?
নোট বুকেরই পাতায়-পাতায়
লিখা প্রেমের বাণী।
প্রেম মানে কি সখার বুকে
সখীর সবিতা?
পড়ার ঘরের টেবিলেতে
“শেষের কবিতা”।
প্রেম মানে কি শরৎ বাবু,
প্রেম মানে কি সুনীল?
তোমাতে র ;শ্রীকান্ত’ তে
খুঁজে বেড়াও মিল।
প্রেম মানে কি সখীরা সব
‘দেবদাস’ এরই পারু?
‘নষ্ট নীড়’-এর অমলেরই
বৌদি এরা চারু।
প্রেম মানে কি কৃষ্ণ সবাই,
সবাই তোরা রাধা?
কারে ছেড়ে কারে নিবি
চোখে লাগে ধাঁধা!
প্রেম মানে কি সিলিং ফ্যানে
সুইসাইডের দড়ি?
সখার সখের হেরোইন আর
ইয়াবার ঐ বড়ি!
প্রেমলীলা কি বৃথা তবে?
প্রেম কি মরীচিকা?
প্রেম মানে তো বুকের ভেতর
বিরহেরই শিখা!!
লেখিকাঃ তানিয়া রহমান
The post প্রেম মানে কি? (প্রেমের কবিতা) | তানিয়া রহমান appeared first on Amar Bangla Post.