হুযূর (সাঃ) যে খেজুর গাছের গোড়ায় টেক লাগিয়ে বক্তব্য দিতেন, যখন তাঁর জন্য মিম্বর তৈরী করা হল এবং তিনি হুজরা থেকে বের হয়ে মিম্বরে আরোহন করলেন তখন সে গাছ থেকে এমন আর্তচিৎকার বের হল যেন দশ মাস বসয়ী উটের বাচ্চা চিৎকার করে, পুরো মসজিদে সে আওয়াজ ছড়িয়ে পড়ল। তখন হুযূর (সাঃ) পেছনে ফিরে খেজুর গাছটিকে বুকের সঙ্গে লাগিয়ে বললেন, তুমি কি এ সিদ্ধান্তে খুশী নও যে, তুমি জান্নাতে যাবে আর সেখানকার বাসিন্দরা তোমার ফল খাবে? তখন গাছ থেকে শুধু হেচকির শব্দই বের হচ্ছিল। তখন হুযুর (সাঃ) বললেন, শপথ সে মহান সত্বার! যার হাতে আমার প্রাণ, আমি যদি এ খেজুর গাছটিকে বুকের সাথে না মিশাতাম, তাহলে সে আমার বিরহে কিয়ামত পর্যন্ত এভাবেই কাঁদতে থাকুত। চিন্তা করুণ সামান্য গাছ পর্যন্ত আল্লাহর রাসূলের নবুওয়াত সম্পর্কে অবগত ছিল। আর কত গভীর ছিল নবীর প্রেমের আকুলতা।
অন্য এক বর্ণনায় রয়েছে, এরপর রাসূল (সাঃ) নির্দেশ দিলেন, যাও! এ গাছটিকে দাফন করে দাও। নির্দেশ মত তাই করা হল। আরেক বর্ণনায় পাওয়া যায়, হঠাৎ যমীন ফেটে গেল এবং গাছটি মাটির নীচে অদৃশ্য হয়ে গেল।
তাজা ঈমানের সত্য কাহিনী বই থেকে
লেখকঃ মাওলানা তারিক জামীল
The post যার বিরহে বৃক্ষও কাঁদে appeared first on Amar Bangla Post.