Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

জ্বীনদের ইসলাম গ্রহণের কাহিনী

$
0
0
আলিফ লাইলা বা জীনের ছবি
ছবিঃ আলিফ লাইলা থেকে নেওয়া। ছবিটি কাল্পনিক অর্থে ব্যবহৃত হয়েছে।

যখন কুরআন নাযিল হল তখন আসমানের পথ বন্ধ করে দেওয়া হল। এখন আর কোন জ্বীন উপরে যেতে পারে না, পারে না কোন শয়তান উপরে যেতে। কেননা নবী করীম (সা.)-এর উপর কুরআন অবতীর্ণ হয়েছে। আসমানের সকল দরজা চিরতরে বন্ধ, এবার কোন শয়তান উপরে যেতে পারবে না। কুরআনের ভাষায় কঠিন  পাহারার ব্যবস্থা করা হয়েছে।

আরবী…..

“যে শয়তানই উপরে যেতে চায়, তাঁর উপর আগুনের গোলা নিক্ষেপ করা হয়”।

শয়তানের দল নিজেদের সর্দার ইবলীসের কাছে গিয়ে বলল, মনে হয় এখন দুনিয়ায় বিশাল কোন ঘটনা সংঘটিত হয়েছে, তাই আমরা উপরে যেতে পারছি না। আমরা কেউ উপরে যেতে চাইলেই উপর থেকে আগুনের গোলা নিক্ষেপ করা হয়।

তখন ইবলীস বলল—তোমরা চারদিকে খবর নাও, নিশ্চয়ই কোন বড় ঘটনা ঘটেছে। ইরাকের একটি স্থানের নাম নাসীবাঈন, সেখানকার জ্বীনের দল মদীনায় এসে পৌঁছল, ফজরের ওয়াক্ত, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযের মাঝে এ আয়াত পড়ছিলেনঃ

আরবী………

জ্বীনের দল এটুকু শুনেই আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে বলল, ‘আরে! এইতো সেই, এইতো সেই, যে জন্য আমাদের আসমান বন্ধ করে দিয়েছে। এরপর তারা সকলেই চুপচাপ কুরআনের তিলাওয়াত শুনতে লাগল। নামায শেষ হলে তারা হুযূর (সাঃ)-এর সাথে মোলাকাত করে কথা বলল, তিনি তাদের দ্বীনের দাওয়াত দেওয়ার পর উপস্থিত সকল জ্বীনই সানন্দে ইসলাম গ্রহণ করল। হুযূর (সাঃ) বললেন, এবার যাও এবং নিজ কওমের অবশিষ্ট জ্বিনদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দাও যে, আখেরী যমানার নবীর আগমন হয়েছে। তাঁর নবুওয়াতের স্বীকৃতি ব্যতীত তোমরা কামিয়াব হতে পারবে না। সুতরাং সেই সকল জ্বিন যারা এসেছিল এবার তারাই দ্বীনের প্রচারক হয়ে নিজ দেশে গমন করল।

তাজা ঈমানের সত্য কাহিনী বই থেকে।

লেখকঃ মাওলানা  তারিক জামীল

The post জ্বীনদের ইসলাম গ্রহণের কাহিনী appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles