আব্দুল্লাহ ইবনে মাসআব থেকে বর্ণিত, একবার উমর রা. ভরা মজলিসে বক্তব্য দিচ্ছিলেন। পর্দার আড়ালে মহিলারা সব বসা ছিলেন।
তিনি তার বক্তব্য বললেন, বিয়ের সময় মহিলাদের জন্য চল্লিশ উকিয়া থেকে বেশী দেনমোহর নির্ধারণ করো না। যদিও মিন ফাসাহ এর মেয়েকেই বিয়ে করো না কেন। যদি কেউ এর চেয়ে বেশী দেনমোহর স্ত্রীকে দেয় তাহলে আমি তা নিয়ে বাইতুল মালে তথা রাষ্ট্রীয় কোষাগারে জমা করে দিব।
একথা শুনামাত্রই এক দীর্ঘদেহী মহিলা দাঁড়িয়ে প্রতিবাদ করে উঠলেন, উমর. মহিলাদের দেনমোহর নিয়ে নেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? এর কোন ক্ষমতা তোমার নেই।
উমর (রা.) অনাক হয়ে জিজ্ঞেসা করলেন, কেন?
মহিলা বললেন, তুমি কি কুরআনের এই আয়াত পড়োনি?
আল্লাহ এরশাদ করেছেন “এবং তোমরা স্ত্রীদেরকে স্তুপ পরিমাণ সম্পদ (অর্থাৎ প্রচুর মাল) দেন মোহর বাবদ প্রদান করলেও তা থেকে কিছুই ফিরিয়ে নিয়ো না”।–সূরা নিসা ২০।
এ আয়াত শুনেই উমর লজ্জিত হয়ে বললেন, মহিলা ঠিকই বলেছে পুরুষ (আমি) ভুল করছে।-প্রতিভার গল্প ২ বই থেকে।
The post উমরের রা. ভাষণে মহিলার প্রতিবাদ appeared first on Amar Bangla Post.