Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

প্রশ্নঃ স্ত্রী সতীনারী হলে বিয়ের প্রথম রাতে মিলনের ফলে রক্তপাত হয় একথা সঠিক?

$
0
0
মেয়েদের চোখের পানি
একজন মেয়ের যখন সতীত্ব হারিয়ে ফেলে তখন তার চোখের পানি ফেলা ছাড়া দ্বিতীয় কোন উপায় থাকে।

প্রশ্নঃ বিয়ের প্রথম রাতে যখন স্ত্রীর সাথে মিলন হবে তখন নাকি মেয়ের গুপ্ত স্থান থেকে রক্ত বের হবে যদি সেই মেয়েটা সতীনারী হয়। এটা কি ঠিক?

উত্তরঃ একথাটি পুরোপুরিভাবে ঠিক নয়। প্রথম মিলনে স্ত্রীর যোনিপথ দিয়ে রক্ত বেরোলেই স্ত্রী সতী আর না বেরোলে স্ত্রী অসতী হয়ে যাবে না। কেননা মেয়েদের সতীচ্ছদের পর্দা খুবই পাতলা। এটা যৌন সঙ্গম ব্যতীতই ছিড়ে যেতে পারে। যার ফলে স্বামী স্ত্রীর প্রথম মিলন হলেও রক্তপাত হবে না। কেননা প্রথম মিলনের ফলে মেয়েদের যোনিপথ যে রক্ত বের হয় তা ঐ সতীচ্ছদের পাতলা আবরণ বিশিষ্ট পর্দাটি ফেটে যাওয়ার কারণে হয়ে থাকে। এই সতীচ্ছদ পর্দাটি যৌন মিলন ব্যতীত এর পূর্বেই ফেটে যেতে পারে। খেলাধুলা, দৌড়ঝাঁপ, সাঁতারকাটা, হস্তমৈথুনের ফলে এটি ছিড়ে যেতে পারে।  এর জন্য মেয়েটি দ্বায়ী নয়। হ্যাঁ, আমাদের সমাজে কিছু দুষচরিত্রা ছেলে আছে যারা মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে নিজের যৌবনের চাহিদা মেটায়। পরে একে ছুঁড়ে ফেলে আরেকজনের সাথে নষ্টামীতে লিপ্ত হয়। এক্ষেত্রে মেয়েদেরকে একা দোষ দেওয়া যাবে না। কারণ, মেয়েরা মিষ্টি কথায় কাবু হয়ে যায়। আর এটা মেয়েদের গঠনতন্ত্রের দোষ। বর্তমানের মেয়েরা বুঝতে পারে না তাদের সতীত্বের মূল্য কত। এটা অনুধাবন করতে পারে না বলেই তারা দুষ্টদের মিষ্টি কথায় কাবু হয়ে যায়। আসলে মানুষের একটি সময় আসে, যখন আগুনে ঝাঁপ দিলে পুড়ে যাবার নিশ্চিত জেনেও অনেকে ঝাঁপ দেয়। ছেলে-মেয়েদের বেলায় এমনটাই হয়ে থাকে। এক্ষেত্রে দোষ পরিবার ও সমাজের এবং বিনোদনের জগতের। পরিবারের দোষ হচ্ছে, ছেলে-মেয়েদের নৈতিক শিক্ষা না দেওয়া। ছেলে-মেয়েদের সাথে অবাধ মেলামেশার সুযোগ না দেওয়া। কিন্তু আমাদের সমাজের বর্তমান চিত্র সম্পূর্ণ উল্টো। যার কারণে আজ সমাজে বৃদ্ধি পাচ্ছে কুমারীহীন মেয়েদের সংখ্যা। একই অপরাধ দুই জনে করলেও দিন শেষে মেয়েরা কুমারীত্বহীনের তকমা পেলেও ছেলেরা পায় না। আজ পর্যন্ত আমি শুনি নাই অমুক ছেলেটা কুমারীহীন। প্রশ্ন হচ্ছে, সব ছেলেরাই যদি কুমারী হয়ে থাকে তাহলে আমাদের দেশের যেসব মেয়েরা টাকার বিনিময়ে নিজের দেহের যৌবন কিছু সময়ের জন্য বাড়া দেয়, তাদেরকে ব্যবহার করে কে? চলচিত্র ও নাটক গুলোতে দেখায় প্রেম ভালোবাসা খারাপ কিছু নয় বরং খারাপ হচ্ছে প্রেম ভালোবাসা করতে না দেওয়া। এর জন্য তারাও দায়ী। এসম্পর্কে অনেক কিছু বলা যাবে, কিন্তু পোস্ট দীর্ঘ না করে এখানে সমাপ্ত করে দিলাম। আপনি চাইলে আমার পূর্বের ৩টি পোস্ট পড়ে আসতে পারেন।

০১. ফেসইবুকে যৌন কর্মীদের হাট ও নারীর অধিকারের বাস্তবরূপ।

০২. মোবাইলে ছড়িয়ে পড়ছে গোপন ভিডিও।

০৩. গান লোডের আড়ালে যৌন ভিডিও’র ব্যবসা

The post প্রশ্নঃ স্ত্রী সতীনারী হলে বিয়ের প্রথম রাতে মিলনের ফলে রক্তপাত হয় একথা সঠিক? appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles