Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

প্রশ্নঃ বিয়ের আগে সহবাস করলে নারীরা কি কি সমস্যায় ভোগেন?

$
0
0

বিয়ের আগে সহবাসপ্রশ্নঃ বিয়ের আগে সহবাস করলে নারীরা যেসব সমস্যায় ভোগেন সে সমস্যা গুলো কি?

উত্তরঃ আপনি তো দেখছি খুবই স্মার্ট #নারী। কর্ম করার আগে কর্মের ফল জীবনে কি বয়ে আনতে পারে জানতে চেষ্টা করতেছেন। আপনার এই স্মার্টনেসকে আমি স্বাগতম জানাই। বাংলার সকল নারীরা আপনার মতো চিন্তাশীল হোক। এতে তাঁদের সতীত্ব হেফাযত সহ সামাজিক সম্মান অটুট থাকবে।

বিয়ের আগে একজন #নারী প্রেমিক পুরুষের সাথে সহবাস করার ফলে তাঁকে নানানবিধ সমস্যায় পড়তে হয়।

এক. বিয়ের আগে শারীরিক সম্পর্ক করার ফলে মেয়েদের কুমারীত্ব নষ্ট হয়ে যায়। এবং দাম্পত্য জীবনে এর প্রভাব পড়তে পারে। আমাদের সমাজ একজন নারীর কুমারীত্ব ও সতীত্ব খোঁজ করলেও পুরুষের বেলায় এমনটি ঘটে না। এবং একজন পুরুষ হাজারো নারীর জীবন নষ্ট করলে সে তাঁর স্ত্রীকে কুমারী ও সতী হিসেবে পেতে চায়। অপর দিকে পুরুষ হচ্ছে সুইয়ের মতো। আর নারী হচ্ছে সেলাই করার কাপড়ের মতো। সুইয়ের আঘাতে প্রমাণ কাপড়ে থাকে কিন্তু সুই কাপড়ে আঘাত করলে বাহ্যিক ভাবে কোন প্রমাণ থাকে না। দুই জনের সম্মতিক্রমে শারীরিক সম্পর্ক বাংলাদেশে বৈধ হলো ইসলামে রয়েছে কঠোর বিধি নিষেধ। ইসলামে বিবাহের পূর্বে নারী পুরুষ যৌন সম্পর্ক স্থাপন করা হারাম এবং কবীরা গুনাহের কাজ। একাজে কেউ জড়িত হলে ইসলামের আইনে রয়েছে কঠোর শাস্তির বিধান। আল্লাহ তাঁর বান্দা-বান্দীকে পবিত্র রাখতে গিয়ে হুশিয়ারী উচ্চারণ করে বলেন, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়ো না। নিশ্চয়ই তা একটি অশ্লীল কাজ ও খারাপ পন্থা’ (বনী ইসরাঈল ৩২)

আরো জানতে পড়ুনঃ ইসলামে ব্যভিচারের শাস্তির বিধান

আরো দেখুনঃ নারী-পুরুষে দেখাদেখি, নির্জনে অবস্থান ও সহাবস্থান সংক্রান্ত বিবিধ ফাতওয়া

দুই. বিবাহের আগে একজন নারী শারীরিক সম্পর্কে যুক্ত হয়ে গেলে এবং তা প্রকাশিত হয়ে গেলে সমাজে তাঁর ইমেজ নষ্ট হয়। কলঙ্কিনী ও নিন্দা পোহাতে হয়। যা একজন পুরুষকে তেমন পোহাতে হয় না। আর তখন যাবতীয় দোষ একজন নারীর উপরে বর্তায়। পরিবার পরিজনদেরকে সামাজিক চাপে থাকতে হয় এমন কি কোন কোন এলাকায় গ্রাম্য মাতাব্বরেরা ভিকটিমকে একঘরে করে দেয়। এবং পরবর্তীতে প্রতারণার শিকার হওয়া মেয়েটি অসতী বলে কেউ সহজে #বিয়ে করতে রাজী হয় না।
তিন. বিবাহের পূর্বে সহবাস করার ফলে অসতর্কতারবশত আপনি #গর্ভবতী হয়ে যেতে পারেন। যদিও আপনি জন্ম প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেন। অনেক প্রেমিকই প্রেমিকার সাথে শারীরিক সম্পর্ক করে এবং এর ফলে প্রেমিকার পেটে সন্তান আসলে কথিত প্রেমিক সরে পরে নয়তো গর্ভের বাচ্ছাটিকে নষ্ট করার জন্য প্রেমিকার প্রতি চাপ প্রয়োগ করে। এরকম অসংখ্য ঘটনা বাংলাদেশেই বিদ্যমান আছে। এই #গর্ভপাত করাতে গিয়ে একজন নারীর মৃত্যুও হতে পারে এবং পরবর্তীতে আর #মা নাও হতে পারে। আর আপনাকে মানসিক ভাবে বিকারগ্রস্থ করতে পারে।

গর্ভপাত সম্পর্কে জানতে আরো পড়ুনঃ গর্ভপাতের গোপন সমস্যা

কিছু ঘটনা জানতে পড়ুনঃ মুক্তবাসের শিক্ষালয়

চার. বিবাহের পূর্বে শারীরিক সম্পর্ক স্থাপন করার ফলে কোন নারী যদি গর্ভবতী হয় এবং গর্ভের বাচ্ছাটিকে যদি নষ্টতে করতে গর্ভপাত করানো হয় তাহলে এটি হবে #হত্যাকান্ড । যাকে বলে একটি অপরাধ আড়াল করতে আরো একটি বড় অপরাধ করা। গর্ভপাত করানোর মাধ্যমে এমন একটি নিষ্পাপ প্রাণকে হত্যা করা হচ্ছে যে এখনো পৃথিবীর আলো-বাতাসের স্পর্শে আসেনি। এমন জঘন্যতম অপরাধ যা বর্বর জাহেলী যুগেও করা হয়নি। এই আধুনিক বিশ্ব অপরাধের থেকে মানুষকে জাহেলী যুগের চেয়েও নীচে নামিয়ে দিয়েছে। এসম্পর্কে মহান আল্লাহ কোরআনে হুঁশিয়ারী উচ্চারণ করে বলেনঃ কোন অপরাধে তাদের হত্যা করা হয়েছিল? (সূরা তাকবীর, আয়াত : ৯)

অতএব, বিবাহের পূর্বে শারীরিক সম্পর্ক করা থেকে বিরত থাকুন, এটি আপনার সতীত্ব, কুমারীত্ব রক্ষা সহ আরো অনেক সামাজিক ক্ষতিসাধন হতে রক্ষা করবে।

আশা করি আপনি আপনার সঠিক উত্তর পেয়েছেন।

উত্তর দিয়েছেনঃ সৈয়দ রুবেল। (প্রতিষ্ঠাতা ও সম্পাদকঃ আমার বাংলা পোস্ট.কম)

উত্তর টি পড়ে ভালো লাগলে ফেসবুক সহ অন্যান্য সামাজিক মাধ্যমে শেয়ার করুণ।

The post প্রশ্নঃ বিয়ের আগে সহবাস করলে নারীরা কি কি সমস্যায় ভোগেন? appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles