একজন আদর্শ স্বামীর গুণাবলী কিরূপ হওয়া উচিৎ
তা স্বামী হিসেবে অবশ্যই পুরুষদের তা জানা উচিৎ।
বিবাহের মাসায়েল বই থেকে জানুন একজন আদর্শ স্বামীর গুণাবলী ও পরিচয়।
মাসআলা-৩৬ : স্ত্রীর সাথে ভাল আচরণকারী পুরুষ আদর্শ স্বামী।
“ আয়শা (রাযিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি যে তাঁর পরিবারের নিকট সর্বোত্তম। আর আমি তোমাদের মধ্যে আমার পরিবারের নিকট সর্বোত্তম। তোমাদের কোন সাথী যখন মারা যাবে তখন তাঁর সমালোচনা করা থেকে বিরত থাক”। [1]
“ইবনে আব্বাস (রাযিয়াল্লাহু আনহুম) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি যে তাঁর স্ত্রীদের নিকট সর্বোত্তম”। (হাকেম)[2]
মাসআলা-৩৭ : স্ত্রীকে মারধর না ব্যক্তি আদর্শ স্বামীঃ
“আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাঃ) কখনো কোন স্ত্রী বা কোন খাদেমকে মারেন নাই”। (আবু দাউদ) [3]
মাসআলা-৩৮ : বিপদ-আপদে ধৈর্য ধারণকারী ব্যক্তি আদর্শ স্বামীঃ
“আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ যে ব্যক্তি তাঁর কন্যা সন্তানদের মাধ্যমে পরীক্ষিত হয়েছে, আর সে তাতে ধৈর্য ধারণ করেছে, ঐ কন্যা সন্তানরা তাঁর জন্য জাহান্নামের আগুন থেকে বাধা দান কারিনী হবে”।(তিরমিযী)[4]
মাসআলা-৩৯ : কন্যা সন্তানদেরকে সুশিক্ষা দাতা পিতা আদর্শ স্বামীঃ
“আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ যে ব্যক্তি তাঁর কন্যা সন্তানদের মাধ্যমে পরীক্ষিত হয়েছে, আর সে তাদেরকে সুশিক্ষা দিয়েছে, ঐ কন্যা সন্তানরা তাঁর জন্য জাহান্নামের আগুন থেকে বাধা দানকারিনী হবে”। (মুসলিম) [5]
মাসআলা-৪০ : স্ত্রীর ব্যাপারে ক্ষমাকারী কোমল আচরণকারী এবং স্ত্রীর সাথে ভাল কথা বলে এমন স্বামী আদর্শ স্বামীঃ
“আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (সাঃ) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে, তাঁর সামনে যখন কোন বিষয় আসে তখন সে ভাল কথা বলে, বা চুপ থাকে (হে মানব সম্প্রদায়) নারীদের ব্যাপারে ভাল কথা গ্রহণ কর, কেননা তাদেরকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের মধ্যে সবচেয়ে বাঁকা হাড় পাঁজরের উপরের হাড়। তাকে যদি সোজা করতে চাও তাহলে তা ভেঙ্গে যাবে, আর যদি একেবারেই ছেড়ে দাও তাহলে বাঁকা বাঁকাই থেকে যাবে, অতএব তাদের সাথে উত্তম আচরণ কর।”(মুসলিম) [6]
মাসআলা-৪১ : পরিবার পরিজনের জন্য আনন্দ চিত্ত নিয়ে খুরচ করা আদর্শ স্বামীর গুণঃ
“আবু মাসউদ আনসারী (রাযিয়াল্লাহু আনহু) নবী (সাঃ) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেনঃ মানুষের তাঁর পরিবারের প্রতি ব্যয় করা (সাদকা করার ন্যায়)।”(তিরমিযী[7]
“আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ একটি দিনার তুমি আল্লাহর পথে ব্যয় করলে, একটি দিনার তুমি কোন কৃতদাসকে আযাদ করার জন্য খরচ করলে, একটি দিনার তুমি কোন মিসকীনকে দান করলে, একটি দিনার তুমি তোমার পরিবারের জন্য খরচ করলে, সোয়াবের দিক থেকে ঐ দিনারটি সবচেয়ে উত্তম যা তুমি তোমার পরিবারের জন্য খরচ করলে।”(মুসলিম) [8]
মাসআলা-৪২ : ঘরের কাজে স্ত্রীর সাথে অংশগ্রহণকারী স্বামী আদর্শ স্বামীঃ
“আসওয়াদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি আয়েশা (রাঃ) কে জিজ্ঞাসা করলাম রাসূলুল্লাহ (সাঃ) তাঁর ঘরে কি কাজ করতেন? তিনি বললেনঃ তিনি তাঁর ঘরে স্ত্রীর কাজে অংশগ্রহণ করতেন, আর যখন নামাযের সময় হত তখন নামাযে দাঁড়িয়ে যেতেন।” (বুখারী) [9]–
আরো পড়ুনঃ হাদীসের আলোকে আদর্শ স্বামী হওয়ার উপায়
কিভাবে আদর্শ স্বামী হবেন তার দিক-নির্দেশনা পান। হাদীসের আলোকে নিজেকে আদর্শ স্বামী হিসেবে আপনার স্ত্রীর কাছে নিজেকে উপস্থাপন করুণ। পড়তে থাকুন>>
আরও পড়ুনঃ আদর্শ স্বামী স্ত্রী ২ (দাম্পত্য বই)
একজন আদর্শ স্বামী ও স্ত্রী হতে চাইলে বইটি অবশ্যই পড়ুন। কিভাবে আদর্শ স্বামী স্ত্রী হওয়া যায় তার দিক-নির্দেশনা ও উপায় জানতে ও শিখতে পারবেন। পড়তে থাকুন>>
[1] আলবানী লিখিত সহীহ সুনান তিরমিযী, খঃ৩, হাদীস নং-৩০৫৭।
[2] আলবানী লিখিত সহীহ আল জামে আসসাগীর খঃ ৩, হাদীস নং-৩৩১১।
[3] আলবানী লিখিত সহীহ সুনান আবুদাউদ, খঃ ৩, হাদীস নং-৪০০৩।
[4] আলবানী লিখিত সহীহ সুনান তিরমিযী, খঃ ২, হাদীস নং-১৫৪।
[5] কিতাবুল বির ওয়াস সিলা,বাব ফযলুল ইহসান ইলা আলবানাত।
[6] কিতাবুন নিকাহ, বাব ওসিয়া বিন নিসা।
[7] আলবানী লিখিত সহীহ সুনানা আবুদাউদ, খঃ ৩, হাদিস নং ৪০০৩।
[8] কিতাবুযযাকা, বাব ফযলুন নাফাকা আলাল ইয়াল ওয়াল মামলুক।
[9] কিতাবুল আদাব, বাব কাইফা ইয়াকুনুর রাজুলু ফি আহলিহি।
The post আদর্শ স্বামীর গুণাবলী ও পরিচয় appeared first on Amar Bangla Post.