প্রশ্নঃ ফোন সেক্স করা কি জায়েজ?
উত্তরঃ ফোন সেক্স করা জায়েয হবে কিনা সেটা নির্ভর করে পারস্পরিক সম্পর্কের উপর। পারস্পরিক সম্পর্ক যদি স্বামী স্ত্রী হয় তাহলে এখানে ধর্মীয় কোন বাধা বিপত্তি নেই।
ইসলাম যেমন বেগানা নারী পুরুষের অবাধ মেলামেশা-দেখা-সাক্ষাত হারাম করেছেন, তেমনি ভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক কে অবাধ ও আনন্দময় করেছেন। স্বামী স্ত্রীর মাঝে কোন প্রকার পর্দার বিধান নেই। দুই জনেই দুইজনার অর্ধাঙ্গিনী, একে অপরের পুরিপূরক।
অবৈধ পন্থায় ইসলাম যেটা হারাম করেছেন, বৈধ পন্থায় জীবনকে উপভোগ করার জন্য ইসলাম সেটা হালাল করেছেন।
তাই, স্বামী যদি স্ত্রীর সাথে অথবা স্ত্রী যদি স্বামীর সাথে যৌনতাপূর্ণ কথা-বার্তার মাধ্যমে আনন্দ লাভ করে, তাহলে এখানে না জায়েজ অথবা হারামের কিছু নেই সেটা ফোনের মাধ্যমেই হোক কিংবা সরাসরি হোক। ইসলামে স্বামী স্ত্রী সম্পর্কে হচ্ছে সবচেয়ে হালাল বিনোদন। স্বামী স্ত্রীর সম্পর্কের মতো হালাল বিনোদন দ্বিতীয় কোনটি হতে পারেনা।
পক্ষান্তরে পারস্পরিক সম্পর্ক যদি প্রেমিক-প্রেমিকা কিংবা অন্য কিছু হয়, তাহলে তা ইসলাম সমর্থন করে না। বিনা প্রয়োজনে বেগানা নারী পুরুষের একে-অপরের সাথে দেখা সাক্ষাৎ করা, কথা-বার্তা বলা ইসলামে হারাম। বেগানা নারী পুরুষ কারা এসম্পর্কে আরো জানতে আমাদের পূর্বে প্রকাশ করা আর্টিকেল গুলো পড়ুন।
০১। নারী-পুরুষে দেখাদেখি, নির্জনে অবস্থান ও সহাবস্থান সংক্রান্ত বিবিধ ফাতওয়া
০২। কথার পর্দা
০৩। গম্য নারী পুরুষের নির্জনবাস ( আদর্শ বিবাহ )
স্বামী স্ত্রীর গোপন কথা প্রকাশ…
স্বামী স্ত্রীর গোপন কথা বার্তা-ম্যাসেজ আদান-প্রদান যাতে অন্য কেউ শুনতে ও দেখতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। লোকদের মধ্যে কতক গুলো নারী পুরুষ আছে যারা নিজেদের মধ্যের খুনসুটি, প্রেমালাপ, যৌনভাব প্রকাশ, লোকেদের সামনেই শুরু ও বন্ধু-বান্ধুবীদের নিকট প্রকাশ করে দেয়। আল্লাহর রাসূল (সাঃ) নিজেদের মিলন তথ্য প্রকাশ করতে কঠোর নিষেধ করেছেন।
পড়ুন ঃ স্বামী স্ত্রীর মিলন – রহস্য প্রকাশ
ফোন সেক্স কি?
মোবাইল ফোন ব্যবহার করার মাধ্যমে নারী পুরুষ একে অপরের সাথে যৌনতাপূর্ণ কথা-বার্তা-ম্যাসেজ আদান-প্রদান করাইকে ফোন সেক্স ও চ্যাট সেক্স বলে। মোবাইলের মাধ্যমে নিজেদের মধ্যে যৌনতাপূর্ণ কথা-বার্তা ম্যাসেজ আদান-প্রদানের মাধ্যমে দেহে উত্তেজনা জাগার কারনে আধুনিক লাইফস্টাইলের ভাষায় একে ফোন সেক্স বলে।
উত্তর লিখেছেনঃ সৈয়দ রুবেল। (প্রতিষ্ঠাতা ও সম্পাদকঃ আমার বাংলা পোস্ট.কম)
আমাদের প্রশ্নের উত্তর পড়ে আপনার কাছে ভালো লাগলে অবশ্যই লেখাটি শেয়ার করুন।
The post প্রশ্নঃ ফোন সেক্স ও চ্যাট আদান-প্রদান করা কি জায়েজ? appeared first on Amar Bangla Post.