Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

এক নজরে বাংলাদেশের সকল জেলার বিখ্যাত খাবার ও বস্তুর নাম।

$
0
0

বাংলাদেশের বিভিন্ন জেলা বিভিন্ন বিখ্যাত খাবার ও বস্তুর জন্য বেশ পরিচিত।

এর মধ্যে আমরা কিছু জেলার খাবারের নাম জানলেও সব জেলার বিখ্যাত খাবার ও বস্তুর নাম জানিনা।

তাই জেনে নিন বাংলাদেশের ৪৮ টি জেলার বিখ্যাত সব খাবারের নাম ও বস্তুর নাম।

০১) চাঁদপুর —ইলিশ এর জন্য বিখ্যাত।
০২) রাজশাহী —আম, রাজশাহী ও সিল্ক শাড়ী এর জন্য বিখ্যাত।
০৩) টাঙ্গাইল —চমচম ও টাংগাইল শাড়ি’র জন্য বিখ্যাত।
০৪) দিনাজপুর—লিচু,কাটারি ভোগ চাল, চিড়া এবং পাপড় এর জন্য বিখ্যাত।
০৫) বগুড়া— দই এর জন্য বিখ্যাত।
০৬) ঢাকা— বেনারসী শাড়ি ও বাকরখানি’র জন্য বিখ্যাত।
০৭) কুমিল্লা —রসমালাই, খদ্দর(খাদী)এর জন্য বিখ্যাত।
০৮) চট্রগ্রাম— মেজবান ও শুটকি’র জন্য বিখ্যাত।
০৯) খাগড়াছড়ি—হলুদ’র জন্য বিখ্যাত।
১০) বরিশাল — আমড়া’র জন্য বিখ্যাত।
১১) খুলনা —সুন্দরবন, সন্দেশ,নারিকেল এবং গলদা চিংড়ি’র জন্য বিখ্যাত।
১২) সিলেট — কমলালেবু, চা,সাতকড়ার আচার’র জন্য বিখ্যাত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সফরে এসে সাতকড়ার তরকারী খেয়ে প্রশংসা করেছিলেন এবং সাথে করে ঢাকায় নিয়ে গিয়েছিলেন।
১৩) নোয়াখালী—নারকেল নাড়ু় ও ম্যাড়া পিঠা’র জন্য বিখ্যাত।
১৪) রংপুর —তামাক ও ইক্ষু (আখ) এর জন্য বিখ্যাত।
১৫) গাইবান্ধা — রসমঞ্জরী’র জন্য বিখ্যাত।
১৬) চাঁপাইনবাবগঞ্জ — আম,শিবগঞ্জের’চমচম, কলাইয়ের রুটি’র জন্য বিখ্যাত।
১৭) পাবনা — ঘি ও লুঙ্গি এবং পাগলাগারদ’র জন্য বিখ্যাত।
১৮) সিরাজগঞ্জ — পানিতোয়া ও ধানসিড়িঁর দই’র জন্য বিখ্যাত।
১৯) গাজীপুর — কাঁঠাল ও পেয়ারা’র জন্য বিখ্যাত।
২০) ময়মনসিংহ— মুক্তা-গাছার মন্ডা’র জন্য বিখ্যাত।
২১) কিশোরগঞ্জ — বালিশ মিষ্টি ও নকশি পিঠা’র জন্য বিখ্যাত।
২২) জামালপুর — ছানার পোলাও ও ছানার পায়েস’র জন্য বিখ্যাত।
২৩) শেরপুর — ছানার পায়েস ও ছানার চপ’র জন্য বিখ্যাত।
২৪) মুন্সীগঞ্জ—ভাগ্য কুলের মিষ্টি’র জন্য বিখ্যাত।
২৫) নেত্রকোনা —বালিশ মিষ্টি’র জন্য বিখ্যাত।
২৬) ফরিদপুর — খেজুরের গুড়’র জন্য বিখ্যাত।
২৭) রাজবাড়ী—চমচম ও খেজুরের গুড়’র জন্য বিখ্যাত।
২৮) মাদারীপুর —খেজুর গুড় ও রসগোল্লা’র জন্য বিখ্যাত।
২৯) সাতক্ষীরা — সন্দেশ’র জন্য বিখ্যাত।
৩০) বাগেরহাট —চিংড়ি,ষাটগম্বুজ মসজিদ ও সুপারি’র জন্য বিখ্যাত।
৩১) যশোর — খই, খেজুর গুড়,জামতলার মিষ্টি’র জন্য বিখ্যাত।
৩২) মাগুরা — রসমালাই’র জন্য বিখ্যাত।
৩৩) নড়াইল —পেড়ো’সন্দেশ, খেজুর গুড় ও খেজুরের রসের’র জন্য বিখ্যাত।
৩৪) কুষ্টিয়া — তিলের খাজা ও কুলফি আইসক্রিম’র জন্য বিখ্যাত।
৩৫) মেহেরপুর — মিষ্টি সাবিত্রি ও রসকদম্ব এর জন্য বিখ্যাত।
৩৬) চুয়াডাঙ্গা —পান, তামাক ও ভুট্টা’র জন্য বিখ্যাত।
৩৭) ঝালকাঠি — লবন ও আটা’র জন্য বিখ্যাত।
৩৮) ভোলা —নারিকেল ও মহিষের দুধের দই’র জন্য বিখ্যাত।
৩৯) ব্রাহ্মণবাড়িয়া—তালের বড়া,ছানামুখী ও রসমালাইয়ের জন্য বিখ্যাত।
৪০) পিরোজপুর –পেয়ারা, নারিকেল, সুপারি ও আমড়া’র জন্য বিখ্যাত।
৪১) নরসিংদী— সাগর কলা’র জন্য জন্য বিখ্যাত।
৪২) মৌলভিবাজার — ম্যানেজার স্টোরের রসগোল্লা’র জন্য বিখ্যাত।
৪৩) নওগাঁ — চাল ও সন্দেশের জন্য বিখ্যাত।
৪৪) মানিকগঞ্জ—খেজুর গুড়’র জন্য বিখ্যাত।
৪৫) রাঙ্গামাটি —আনারস,কাঠাল,কলার জন্য বিখ্যাত।
৪৬) কক্সবাজার —মিষ্টিপানের জন্য বিখ্যাত।
৪৭) বান্দরবান— হিল জুস, তামাকের জন্য বিখ্যাত।
৪৮) ফেনী—মহিশের দুধের ঘি, সেগুন কাঠ ও খন্ডলের মিষ্টি’র জন্য বিখ্যাত।

আমাদের লেখাটি পড়ে আপনার কাছে ভালো লেগেছে? ভালো লেগে থাকলে এটি শেয়ার করুন।

The post এক নজরে বাংলাদেশের সকল জেলার বিখ্যাত খাবার ও বস্তুর নাম। appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles