Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

নষ্ট প্রেম (ভালোবাসা দিবসের কবিতা)

$
0
0

নষ্ট প্রেম -বাংলা ভালোবাসা দিবসের কবিতা।

প্রেমের দিবসে আকুল হৃদয়ে
পিয়ালের তরে পিয়া,
মিলল দু’জনে প্রেমের কুঞ্জে
একাকার হলো হিয়া।

চোখে চোখ রেখে গভীর আবেশে
ঠেকিয়ে কাঁধেতে মাথা,
বলছিল তারা বুকেতে জমানো
হাজারো না বলা কথা।

সোহাগ মিশিয়ে হঠাৎ পিয়াল
শুধাল– চলনা ঘরে!
হৃদয় তুলিতে রেঙ্গেছি সে ঘর
শুধুই তোমার তরে।

আবেগের ঘোরে বলে ফেলে পিয়া
ঠিক বলেছ প্রিয়,
প্রেমের ভেলায় ভাসব দু’জনা
সেটাই হবে শ্রেয়।

তপ্ত দেহের উষ্ণ ছোঁয়ায়
কাটল সেথায় বেলা,
নষ্ট প্রেমের পঙ্কিলতায়
চলল পাপের লীলা।

এমনি করেই স্বপ্ন রঙিন
দিনগুলি যায় কেটে,
গর্ভে হঠাৎ সন্তান এসে
অঘটন গেল ঘটে।

শত আশা নিয়ে শুধাল পিয়া
শোন মোর প্রিয়-ধন,
আমার গর্ভে এসেছে তোমার
আগামীর আগমন।

ঘরণী আমায় কর গো তোমার
স্বপ্ন হবে যে পূরণ,
বাঁধব দুজনে সুখময় নীড়
থাকবো সারাটি জীবন।

চমকিত হয়ে বলল পিয়াল-
বলছো কিসব তুমি?
বানাবো কিভাবে ঘরণী তোমায়
পাগল হইনি আমি!!

নষ্ট তুমি যে, নোংরা মুখেতে
বলছো কিভাবে যা-তা?
দূর হয়ে যাও, নই কভূ আমি
জারজ শিশুর পিতা।

কেঁদে কেঁদে পিয়া ভগ্ন হৃদয়ে
চিরতরে ফিরে এলো,
নিমিষের ঝড়ে সাজানো পৃথিবী
হয়ে গেল এলোমেলো।

ভাবলো কি আর লাভ হবে টেনে
নষ্ট দেহের ঘানি,
কম্পিত হাতে ফাঁস লাগিয়ে
মুছল পাপের গ্লানি।

এইভাবে হায় লক্ষ তরুণ
যাচ্ছে যে আজ ঝরে,
অশ্লীলতার পশ্চিমা ঘুণ
খাচ্ছে সমাজ কুঁড়ে।

মুসলিম মোরা, আমাদের তরে
নয় পশ্চিমা রীতি,
ঘৃণা করে তাকে ছুঁড়ে ফেলে দাও
ভ্যালেন্টাইন প্রীতি।

খোদার নিখাদ প্রেমের ছোঁয়ায়
হয়ে যাও মাতোয়ারা,
তপ্ত ভুবনে বর্ষিত হবে
শান্তির বারিধারা।

লেখক : Ahsan Sabbir

আরও পড়ুন >> কাঁচা ফুলের বাসর

কবিতাটি পড়ে আপনার কাছে ভালো লাগলে শেয়ার করুন।

The post নষ্ট প্রেম (ভালোবাসা দিবসের কবিতা) appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles