বস্তুত বিবাহেতর যৌন-মিলন সত্যিকার সুখ দান করতে পারে বলেই আমরা বিশ্বাস করি না।
কারণ সম্যক-রূপে রতি-সুখ পেতে হলে যৌন-মিলন ভীতিহীন, বিরক্তিহীন, ব্যস্ততাহীন, চিন্তাহীন ও বিবেকের দংশনহীন হওয়া প্রয়োজন।
কিন্তু বিবাহেতর যৌন-মিলনের ঐ সমস্ত গুণ থাকিতে পারে না। পক্ষান্তরে বিবাহেতর যৌন-সুখ যতই তীব্র হউক না কেন, তা অতীব ক্ষণস্থায়ী এবং পরিণামে অতিশয় তিক্ত হতে বাধ্য। রতি-সুখে অনির্বচনীয় স্বর্গীয় পুলক পেতে হলে তাতে যে মানসিক স্থৈর্য্য অত্যাবশ্যক, বিবাহেতর যৌন-মিলনে কদাচ তাহা থাকিতে পারে না।
এরপর পড়ুন >>আদর্শ দম্পতি
আপনি পড়ছেন >> যৌন বিজ্ঞান বই থেকে।
আরও পড়ুন >> যৌন মিলন টপিকস থেকে।
লেখাটি পড়ে আপনার কাছে ভালো লাগলে এটি শেয়ার করুন।
The post বিবাহেতর যৌন মিলন appeared first on Amar Bangla Post.