Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

আদর্শ দম্পতি

$
0
0

আদর্শ দম্পতিপূর্বেকার আলোচনা হতে পাঠকগণ বুঝতে পেরেছেনঃ

(১)  যৌনবৃত্তি সার্বজনীন।

(২) এই বৃত্তি অতিশয় তীব্র।

(৩) মানব-কল্যাণের দৃষ্টি-কোণ হতে এক-বিবাহ-প্রথাই প্রশস্ততম।

সুতরাং যে দাম্পত্য-জীবনে স্বামী-স্ত্রীর সমস্ত যৌন-আবশ্যকতা পূর্ণ হতে পারে, সেই দাম্পত্য-জীবনই শ্রেষ্ঠ। যে দম্পতি যৌন-সুখের যতটুকুর জন্য পরস্পরে সন্তুষ্ট না হয়ে অন্যত্র সে সুখের সন্ধান করে, সেই দম্পতি-জীবন ততটুকুর জন্যই নিস্ফল। আমার এক বন্ধু তাঁর স্ত্রীকে খুব ভালবাসেন। স্ত্রীটিও সকল দিক দিয়ে আদর্শ পত্নী। কিন্তু দিনের বেলা #সহবাস করার বাসনা পূর্ণ করার বন্ধুকে বেশ্যাগমন করতে হয়েছিল। বন্ধুর গুণবতী স্ত্রীর দ্বারা তাঁর এই তুচ্ছ সাধটি পূর্ণ হয় নাই। তাঁর দাম্পত্য-জীবন ঐ টুকুর জন্যই নিস্ফল।

পুরুষ যে-টুকু সুখ স্ত্রীর নিকট পাবে না, সে-টুকুর জন্য সে অন্যত্র যেতে বাধ্য। স্ত্রীকে আমরা সকল প্রকার প্রমোদের উপযোগী করে গড়িয়ে তুলি না বলেই বেশ্যা-প্রথা এরূপ প্রসার লাভ করেছে।

বহুদিনের অভিজ্ঞতায় মানুষ বুঝিতে পেরেছে, বিবাহ-প্রথাকে একটা যৌন-গবেষণা মনে করলে তাতে মানুষের ব্যক্তি-গত বা সমষ্টি-গত কল্যাণ হবে না।

এরপর পড়ুন >>কোট-শীপ 

আপনি পড়ছেন >> যৌন বিজ্ঞান বই থেকে।

আপনাদের দাম্পত্য জীবনকে সুখি ও আনন্দময় করতে নিচের আর্টিকেল ও বই গুলো পড়ুন।

০১ আদর্শ স্বামী স্ত্রী ২ (দাম্পত্য বিষয়ক বই)

০২ আদর্শ স্বামীর গুণাবলী

০৩ আদর্শ নারী (স্ত্রী শিক্ষার বই)

লেখাটি পড়ে আপনার কাছে ভালো লাগলে এটি শেয়ার করুন।

The post আদর্শ দম্পতি appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles