Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

পুত্র বা ছেলে সন্তান লাভের আমল ও উপায়

$
0
0

ছেলে সন্তান লাভের আমলসন্তান সন্ততি মহান আল্লাহর এক বিশেষ নেয়ামত। সন্তান সন্ততি স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে পূর্ণতা এনে দেয়। বংশের প্রদীপ অক্ষুণ্ণ থাকে। সন্তান সন্ততি বার্ধ্যকের সহায়ক।

প্রত্যেক দম্পতিদেরই ছেলে ও মেয়ে উভয়টি  লাভের আকাঙ্ক্ষা থাকে। কিন্তু অনেক দম্পতিদের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা পূরণ হয় না।

কারোর বহু চেষ্টা প্রচেষ্টা করার পরেও সন্তান লাভ করতে পারে না। আবার অনেকে ছেলে মেয়ে উভয়টি লাভে সক্ষম হয়। কেউ আবার শুধু মেয়ে সন্তান লাভে সচেষ্ট হয়। কেউ বা শুধু ছেলে সন্তান লাভে সন্তুষ্ট হয়। যাদের ছেলে সন্তান লাভে সক্ষম হয় তাদের মেয়ে সন্তান লাভের জন্য তেমন কোন প্রচেষ্টা থাকেনা। কিন্তু যাদের একের পর এক মেয়ে সন্তান লাভ হয়, তারা পুত্র সন্তান লাভের জন্য বহু  চেষ্টা-প্রচেষ্টা ও অনইসলামিক মাধ্যম গ্রহণ করে।

পুরুষদের মধ্যে কতক গুলো পুরুষ মেয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য স্ত্রীকে দোষারূপ করে থাকে। বস্তুত সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে কোরআনের ভাষায় নারী ক্ষেত স্বরূপ। বিজ্ঞানের ভাষায় ছেলে মেয়ে জন্ম নেওয়ার মূল উপাদান থাকে পুরুষের মধ্যেই। পুরুষ সহবাসের মাধ্যমে নারীর ভিতরে যা ইনপুট করবে, গর্ভধারণের পুরো প্রক্রিয়াটি শেষে নারী সেটাই আউটপুট করবে। উদাহরণ স্বরূপ আপনি যদি আপনার জমিতে বা ক্ষেতে টমেটোর চারা রোপণ করেন তাহলে দিন শেষে টমেটোর গাছে টমেটো’র ফলন হবে, টমেটোর গাছে বেগুণ হবে না। ঠিক তেমনি ভাবে আজকের বিজ্ঞানের অগ্রগামী যোগে মেয়ে সন্তান জন দেওয়ার আপনার স্ত্রীকে দোষারূপ করতে পারেন না। এমনটি করলে এটি হবে আপনার অজ্ঞতা ও মূর্খতা। স্বামী স্ত্রীর মধুর সহবাসের প্রক্রিয়ার দ্বারা আগামী দিনের যে ব্যবস্থা হবে কিংবা যে সন্তান সন্ততি লাভ হবে তার দ্বারাই একজন মুমিন মুসলমান হিসেবে মহান আল্লাহর সন্তুষ্টি জ্ঞাপন করতে হবে এবং শুকরিয়া জ্ঞাপন করতে হবে।

ছেলে সন্তান লাভের আমল

সম্প্রতি মুফতি বিনিআমিন আল মাদানি সাহেব পুত্র লাভের আমল লিখে ফেসবুকে পোস্ট করেছেন। এবং পোস্টের ভিতরে তিনি উল্লেখ করেছেন এটি পরীক্ষিত আমল হিসেবে। আপনার দাম্পত্য জীবনকে পূর্ণতা দিতে মুফতি সাহেবের ছেলে সন্তান লাভের পরীক্ষিত আমলটি স্ত্রী সহবাসের সময় পালন করে পুত্র সন্তান লাভের চেষ্টা করতে পারেন। পাঠকদের সুবিধার্থে মুফতি সাহেবের আমলটি হুবুহু ভাবে এখানে তুলে ধরা হলো….

অনেক ভাই বলেন যে জনাব পুত্র সন্তান হওয়ার কোন উপায় অাছে কি? বা কোন অামল অাছে কি? মুলত সন্তান দান করার মালিক অাল্লাহ এ অাকিদ্বা ও বিশ্বাস দৃঢ় রাখতে হবে।
অাল্লাহ ছাড়া কোন পীর, কোন বুযূর্গ, কোন ওলী, কোন মাজার, কোন মন্দির, কোন দরবার, কোন দর্গা, যত এই সেই  অাছে কেউ অামাকে সন্তান দিতে পারবে এ অাকিদ্বা (বিশ্বাস) রাখা হারাম ও শিরক!

তারপরে ও একটি অামল বলে দিচ্ছি নিশ্চয় ইনশাআল্লাহ কাজে লাগবে। স্ত্রীর সাথে মিলনের সময় যদি এভাবে নিয়্যাত করুন যে হে অাল্লাহ! এ মিলনের দ্বারা যে সন্তান হবে তার নাম রাখবো মোহাম্মদ,তাহলে অাল্লাহর রহমতে নেক ছেলে সন্তান হবে। (পরীক্ষিত) (মূল পোস্ট দেখুন)

ছেলে সন্তান লাভের আরও কিছু উপায়

একান্ত নির্জনে গোপন আলাপ বইতে মুফতি আল্লামা আশরাফ আমরহি পুত্র বা ছেলে সন্তানের লাভের উপায় গুলো উল্লেখ করেছেন। পুত্র সন্তান লাভের জন্য আল্লামা আশরাফ আমরহি দেওয়া উপায় গুলো জেনে নিন এবং পুত্র সন্তান লাভের জন্য পরীক্ষা করে দেখতে পারেন।

পড়ুন >> ছেলে সন্তান লাভের উপায়

আরও কিছু জেনে আসুন….

০১ বাচ্চা নিতে হলে কতবার সহবাস করতে হয়

০২ গর্ভের সন্তান ছেলে না মেয়ে বুঝার উপায়

লিখেছেন : সৈয়দ রুবেল (প্রতিষ্ঠাতা ও সম্পাদক : আমার বাংলা পোস্ট)

প্রিয় পাঠক-পাঠিকা, আমাদের লেখিত তথ্য জ্ঞানের আর্টিকেল-বই-খবর ও টিপস গুলো পড়ে আপনার কাছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানাতে রেটিং দিন এবং একটি মন্তব্য পোস্ট করুন।

The post পুত্র বা ছেলে সন্তান লাভের আমল ও উপায় appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles