Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

মুসলমানদের মানবতা থাকতে নেই প্রমাণিত সত্য (সিরিয়ার খবরের ছবি)

$
0
0

মুসলমানদের মানবতা থাকতে নেই এই কথা যুগ যুগ ধরে প্রমাণ দিয়ে যাচ্ছে মুসলমানরাই।

পৃথিবীর সকল ক্ষমতা লোভি জালিম শাসকদের চরিত্র এক। জনগনের ভোটে নির্বাচিত হয় জনগনের ট্যাকের টাকায় নিজেদের পেট পুরে সেই সাধারণ জনগনের উপরেই দমন নিপীড়ন , হত্যাযজ্ঞ চালানো হয়।

জালিমদের নিকট মুসলমানদের দেহের তাজা রক্তের কোন মূল্য নেই। মুসলমানদের দেহের তাজা রক্ত তৈরি হয়েছে রক্ত দিয়ে হোলি খেলার জন্য। তাই যে যেভাবে যেখানেই পারছে কথিত ইস্যু তৈরি করে মুসলামদেরকে টিস্যু বানিয়ে ভারি অস্ত্রের আঘাতে মুসলমাদের দেহ ক্ষত-বিক্ষত করে চলেছে।

মুসলমানদের রক্তের বন্যায় ভেসে যাচ্ছে রাজপথ। জালিমদের ছোড়া বোমার আঘাতে উড়ে যাচ্ছে নিরহ নারী পুরুষ ও অবুঝ শিশুদের অঙ্গ প্রত্যঙ্গ। তাদের কান্নায় ভারি হচ্ছে আকাশ, বাতাস। কিন্তু এসব দেখার কেউ নেই। কেউ নেই তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে রক্ষা করার। কেউ নেই জালিমদের বিরুদ্ধে উচ্চ বাক্যে কথা বলার। কেউ নেই, কেউ নেই!

পৃথিবী এখন রক্ত পিপাসুদের। রক্ত খেকো হায়নাদের। ওদের চাই প্রতি নিয়ত নিরহ মানুষের দেহের তাজা রক্ত। নিরহ মানুষের রক্ত না ঝড়ালে রক্ত খেকো জালিম শাসকদের মনের তৃষ্ণা মিটে না। আর তাই তো রক্ত খেকো জালিম শাসকদের আঘাতে মুসলামদের রক্তে রঞ্জিত, প্লাবিত অসংখ্য জনপদ। লুণ্ঠিত অসংখ্য মা বোনের ইজ্জত।

যাদের তাদের পাশে দাঁড়ানোর ক্ষমতা আছে, তাদের রক্ষা করার সক্ষমতা আছে, নিজেদের ক্ষমতা রক্ষা করার জন্য তাদের গতিতে বসে চুপ মেরে রয়েছে। নারী ও শরাবের সৃধাপানের নেশায় বোধ হয়ে আছে। আমি আপনি তাদের জন্য দোয়া ও কান্না ছাড়া আর কি করতে পারি? আহ রোহিঙ্গা… আহ ফিলিস্তিন…. আহ সিরিয়া’র মা বোন, তোমরা আমাদের ক্ষমা করো। আমরাও তোমাদের মতো নিরহ, তাই তোমাদের জন্য কান্না-দোয়া ছাড়া আর কিছুই করতে পারছি না।

ভিডিও : সিরিয়া বোনদের আতৎচিৎকার….

জালিম শাসক রক্ত খেকো আসাদ বাহিনীর নির্মমতার দৃশ্য….

সিরিয়ার শাসকের এই নির্মমতার দৃশ্য গুলো দেখলে আপনার অন্তর কেঁদে ওঠবে।

সিরিয়ার শিশু
ছবি: ছোট বোনকে বাঁচাতে নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে এই শিশু। অবুঝ শিশুর প্রতি অবুঝ শিশুর ভালোবাসা ও উৎসর্গ থাকলেও জালিমদের অন্তরে এইটুকু দয়া মায়া নেই।

 

আহত শিশু
ছবিঃ আহত শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিশু উদ্ধার
ছবিঃ বোমার আঘাতে ধ্বংস স্তুপ থেকে একটি শিশুকে উদ্ধার করা হচ্ছে।
লাশের সারি
ছবিঃ সিরিয়ার যুদ্ধে নিহত শিশুদের লাশের সারি
বোমা না আকুতি
ছবিঃ এক সিরিয়ান শিশু বোমা না ফেলার আকুতি জানাচ্ছে।
শিশুকে বাচানো
ছবিঃ একটি ছোট্ট শিশু আরেকটি শিশুকে হামলা থেকে বাচাতে লুকানো চেষ্টা করছে।
অবুঝ শিশু
ছবিঃ সিরিয়ার অবুঝ শিশুর নিরব চাহনি
রক্তাক্ত শিশু
ছবিঃ বোমার আঘাতে রক্তার সিরিয়ার শিশুর মুখ ও শরীর
রক্তাক্ত সিরিয়ার শিশু
ছবিঃ রক্তাক্ত আরেকটি শিশু
মায়ের কোলে
ছবিঃ মায়ের কোলে রক্তাক্ত শিশু
বাবা
ছবিঃ রক্তাক্ত শিশুকে নিয়ে ছুটছেন বাবা
আকুতি
ছবি : অবুঝ শিশুদের বেঁছে থাকার আকুতি
চিকিৎসাধীন শিশু
ছবি : হাসপাতালে চিকিৎসাধীন শিশু
বিক্ষত শিশুর মুখ
ছবি : বোমার আঘাতে বিক্ষত একটি শিশুর মুখ
ছবি যখন কথা বলে
ছবি : ছবি যখন কথা বলে বেঁচে থাকার আকুতি
বোমার আঘাতে আহত
ছবি : বোমার আঘাতে আহত শিশু
ছবি : জ্বলছে সিরিয়া
বোমার আঘাত
ছবি : বোমার আঘাতে একটি ছোট শিশুর পা উড়ে গেছে এবং অপর পা আক্রান্ত হয়েছে।
শিশুদের সারিবদ্ধ লাশ
ছবি : নিহত শিশুদের সারিবদ্ধ লাশ
কিশোরীকে উদ্ধার
ছবি : এক কিশোরীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে
নিরাপদ আশ্রয়ের খোঁজে
ছবি : নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে চলেছে সিরিয়ার বোনেরা।

হে আল্লাহ! সিরিয়ার অবুঝ শিশু ও আমাদের ভাই-বোনদেরকে রক্ষা করুন। #PrayForSyria #SaveSyria #SaveChildren

আরও ছবি ঃ বিক্ষোভে উত্তাল ফিলিস্তিন। ছবির গ্যালারী

The post মুসলমানদের মানবতা থাকতে নেই প্রমাণিত সত্য (সিরিয়ার খবরের ছবি) appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles