প্রশ্নঃ আমি আমার স্ত্রীর সাথে বিছানায় শুয়ে সহবাস করার পরে উপর থেকে উঠে গেলে আমার স্ত্রী বিছানায় শুয়ে থাকে।
তারপরেও দেখি যোনির ভিতর থেকে সব বীর্য বাহির হয়ে আসে। দয়া করে একটি সমাধান দিন যাতে সহবাস করার শেষে এমন না হয়।

উত্তরঃ আমার বাংলা পোস্ট.কম- আসলে এটি তেমন কোন সমস্যা নয়। স্ত্রী যদি সমতল বিছানায় শুয়ে থাকে এবং স্বামী যদি সহবাসের সাথে সাথে উঠে যায় তখন এরকম ঘটনা ঘটে। নারীর যোনি পথের ভিতরে বীর্য ধরে রাখার জন্য ও গর্ভধারণের জন্য আমরা সম্প্রতি পাঠকদের প্রশ্নের জবাবে গর্ভধারনের উপযুক্ত সময়, মাসিকের পরে কোন কোন দিন গুলোতে সহবাস করলে সন্তান লাভের সম্ভাবনা বেশি, গর্ভধারণের স্ত্রী সহবাসের আসন এবং তার সাথে যোনিতে বীর্য ধরে রাখার উপায় গুলো বর্ণনা করেছি এবং অনেক চেষ্টা করার পরেও গর্ভে কেনো সন্তান আসে না যেসব বিষয় গুলো উল্লেখ করেছি। তাই গর্ভ ধারনের সব গুলো উপায় জানতে আমার বাংলা পোস্ট.কম পূর্বের প্রশ্নের উত্তর ও আর্টিকেল গুলো একটু মন দিয়ে পড়ুন।
পড়ুন >> কখন সহবাস করলে গর্ভধারণ হয়! গর্ভ ধারণের উপায় ও সহবাসের আসন
উত্তর লিখেছেন : সৈয়দ রুবেল। ( প্রতিষ্ঠাতা ও সম্পাদক: আমার বাংলা পোস্ট)
আপনি পড়তে পারেন এরকম আরও কিছু প্রশ্নের উত্তর ও আর্টিকেলের তালিকা…
০১ পুত্র বা ছেলে সন্তান লাভের আমল ও উপায়
স্ত্রী সহবাসের মাধ্যমে নেককার পুত্র সন্তান লাভ করতে ১নং আর্টিকেলটি পড়ে পুত্র সন্তান নেওয়ার জন্য চেষ্টা করতে পারেন।
০২ স্ত্রী সহবাসের রোমান্টিক পজিশন
স্ত্রীর সাথে রোমান্টিক মুডে মধুর সহবাস করতে এই রোমান্টিক বা আবেগ পূর্ণ স্ত্রী সহবাসের স্টাইল সমূহ বেঁচে নিন। রোমান্টিক মুডের সহবাসের স্টাইল গুলো দেখতে ২ নং লেখাটি পড়ুন।
০৩ সহবাসের সময় বাড়ানোর উপায়
প্রাকৃতিক উপায়ে আপনার সহবাসের সময় বাড়ান। স্ত্রীর সহবাসের মাধ্যমে অধিক আনন্দ ও সুখ লাভের জন্য সহবাসের সময় বাড়ানোর ১৩ টি উপায় শিখুন।
আমাদের সেক্স টিপস গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং আমাদের পোস্ট সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট করুন।
The post নারীর যোনিপথে বীর্য ধরে রাখার উপায় appeared first on Amar Bangla Post.