Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

ইভটিজিং

$
0
0
ইভটিসিং এর ছবি
ছবিঃ প্রতীকী

যাহেম বর্ণনা করেন, একদিন রাস্তায় এক রূপবতী মেয়ে দেখে দুষ্টুমির খেয়াল চাপলো। কাছে গিয়ে বেশ ভাব নিয়ে জিজ্ঞাসা করলাম, ও সুন্দরী তোমার নাম কি?

মেয়েটি তৎক্ষণাৎ বলে উঠলো, নাম দিয়ে কাম কি?

তাঁর জবাব শুনে আমি তথমত খেয়ে গেছি দেখে সে খিলখিল করে হেসে উঠলো। হাসি থামলে বললো, ভাইজান কি টাসকি খাইয়া গেলেন নাকি? শুনেন আমার নাম মক্কা।

নাম শুনেই আমি আনন্দ ধ্বনি করে বললাম, “ওয়াও” কি সুন্দর নাম। কাছে এসো, তোমার হাজরে আসওয়াদে একটি গভীর চুমু দেই।

মেয়েটি মুখ ঝামটা মেরে বললো ব্যাটা, বদমাশ গেলি এখান থেকে। এ…হ, যেই না রঙ চেহারা, খাইতে চায় পেয়ারা। জানিস না! মক্কায় কি যে কেউ যেতে পারে? যার টাকা পয়সা আছে, সামর্থ আছে সেই যেতে পারে। ঠিক তেমনি (নিজের দিকে ইশারা করে) এই মক্কাকেও সেই পাবে যার দেনমোহর প্রদান করে আমাকে বিয়ে করার সামর্থ আছে।

আপনি পড়ছেনঃ প্রতিভার গল্প ২ বই থেকে।

The post ইভটিজিং appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles