Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

এয়ারপোর্টে থাকাবস্থায় সূর্য অস্ত গেছে ….

$
0
0

ramadanপ্রশ্ন: (৪৩০) এয়ারপোর্টে থাকাবস্থায় সূর্য অস্ত গেছে মুআয্যিন আযান দিয়েছে, ইফতারও করে নিয়েছে। কিন্তু বিমানে চড়ে উপরে গিয়ে সূর্য দেখতে পেল। এখন কি পানাহার বন্ধ করতে হবে?

উত্তর: খানা-পিনা বন্ধ করা অবশ্যক নয়। কেননা যমীনে থাকাবস্থায় ইফতারের সময় হয়ে গেছে সূর্যও ডুবে গেছে। সুতরাং ইফতার করতে বাধা কোথায়? রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«إِذَاأَقْبَلَاللَّيْلُمِنْهَاهُنَاوَأَدْبَرَالنَّهَارُمِنْهَاهُنَاوَغَرَبَتِالشَّمْسُفَقَدْأَفْطَرَالصَّائِمُ»

“এদিক থেকে যখন রাত আগমণ করবে এবং ঐদিক থেকে দিন শেষ হয়ে যাবে ও সূর্য অস্ত যাবে, তখন সাওম আদায়কারী ইফতার করে ফেলবে।”[1]

অতএব,এয়ারপোর্টের যমীনে থাকাবস্থায় যখন সূর্য ডুবে গেছে, তখন তার দিনও শেষ হয়ে গেছে, তাই সে শরী‘আতের দলীল মোতাবেক ইফতারও করে নিয়েছে। সুতরাং শরী‘আতের দলীল ব্যতীরেকে আবার তাকে পানাহার বন্ধ করার আদেশ দেওয়া যাবে না।

[1]সহীহ বুখারী, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: সফরে সিয়াম রাখা ও সিয়াম ভঙ্গ করা।

বিষয়ঃ সাওম

The post এয়ারপোর্টে থাকাবস্থায় সূর্য অস্ত গেছে …. appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles