Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

প্রশ্নঃ বিয়ের প্রথম রাতে কি সেক্স করা জায়েয?

$
0
0

Frist sexকিছু দিন পূর্বে Jamalpur, West Bengal, India থেকে এক বোন আমাদের কাছে একটি প্রশ্ন করেছেন। তাঁর প্রশ্ন ও উত্তর নিচে উল্লেখ করা হলো।

প্রশ্নঃ বিয়ের প্রথম রাতে কি সেক্স করা জায়েয?

উত্তরঃ বিয়ে সম্পন্ন হওয়ার পরেই স্বামী স্ত্রীর সহবাস করা জায়েয হয়ে যায় যদি স্ত্রী ঋতুবর্তী না হয়। মেয়েদের মাসিক চলা কালে ইসলামে সহবাস করা নিষিদ্ধ। দিন  বা রাতে যখন স্বামী স্ত্রী চাইবে তখনই সহবাস করতে পারবে। কিন্তু এখানে একটি শর্ত আছে। আর তা হচ্ছে স্ত্রীর পাওনা পরিশোধ করতে হবে। বিয়ের পরে স্ত্রীর প্রথম পাওনা হচ্ছে তাঁর মোহরানা। আমরা হাদিস থেকে জানতে পারি রাসূল (সাঃ)  মোহরানা নগত আদায় করতেন। এসম্পর্কে ভালোভাবে জানতে আদর্শ বিবাহ ও দাম্পত্য জীবন বইয়ের  দেন মোহর লেখাটি পড়ুন। তাছাড়া আপনি আরো পড়তে পারেন আমাদের পাবলিশ করা বাসর রাতের আদর্শ বই টি। বইটি বাসর রাতের সব উপকরণ পাবেন। আপনি আরো পড়তে পারেন পূর্বে করা একটি পোস্ট ” বাসর রাতে কি সহবাস করা যায়” লেখাটি। প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ।

The post প্রশ্নঃ বিয়ের প্রথম রাতে কি সেক্স করা জায়েয? appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles