Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

মহব্বতের জন্য “হ্যাঁ” বলুন!

$
0
0

ফুলএকলোকের একটা কুঠরি ছিল। কুঠরিটা যেমন ছিল ছোট তেমনি সাধারণভাবে নির্মিত। একবার এক হাতি ওয়ালা এসে তাকে বলল, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। কুঠরিওয়ালা বলল, না ভাই, এটা সম্ভব নয়। হাতিওয়ালা আশ্চর্য হয়ে জানতে চাইল, কেন সম্ভব নয়? জবাবে কুঠরিওয়ালা বলল, আপনি হলেন হাতিওয়ালা, আমার বাড়িতে এলে হাতি নিয়েই আপনি আসবেন। কিন্তু আমার ঘর এতই ছোট যে, তাতে হাতি ঢুকবে না। ফলে আপনার সঙ্গে আমার বন্ধুত্বও হতে পারে না।

কুঠরিওয়ালা একথা শুনে হাতিওয়ালা মুচকি হেসে বললেন, আপনি ‘হ্যাঁ’ বলুন। অর্থাৎ- আমার বন্ধুত্বের প্রস্তাবে যদি আপনি রাজি হয়ে যান, তাহলে আমি আপনার কুঠরিকে বিশাল ভবন বানিয়ে দিব।

এখানে চিন্তার বিষয় হলো, যে ঝুপড়িতে হাতি ঢোকে না, সেই ঝুপড়িওয়ালা যদি হাতিওয়ালার প্রস্তাবে রাজি হয়ে যায় তাহলে হাতিওয়ালা ঐ ঝুপড়িকে মহল বানিয়ে দেন। ঠিক এমন অবস্থা আল্লাহ তা’আলারও! তিনি পবিত্র কুরআনে ইরশাদ করেছেন-

“আল্লাহ হলেন মুমিনদের বন্ধু!”

এ আয়াতে আল্লাহর উদাহরণ হলো হাতিওয়ালার মতো আর মুমিনরা হলো কুঠরিওয়ালার মতো। এখন মুমিনরা যদি আল্লাহর বন্ধুত্বের প্রস্তাবে “হ্যাঁ” বলে দেয়, তাহলে আল্লাহ মুমিনদের কুঠরিকে মহল বানিয়ে দেন। এজন্য মুমিনদের কর্তব্য হলো আল্লাহর প্রস্তাবেও সাড়া দেওয়া। হে আল্লাহ!আমরা উপস্থিত, আমরা আপনার সঙ্গে সখ্য গড়ে তুলতে পূর্ণ প্রস্তুত। আপনি আমাদেরকে আপনার মহব্বতের লোকদের কাতারে শামিল করে নিন। আমীন!

“দুনিয়ার আসর দেখে-দেখে

হয়েছি আমি  বিষণ্ণ,

মনে খুশি আসবে কোথা হতে

দিল যে আমার অবসন্ন।”

আপনি পড়ছেনঃ আল্লাহর মহব্বত বই থেকে।

The post মহব্বতের জন্য “হ্যাঁ” বলুন! appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles