Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

প্রশ্নঃ হারাম সহবাস কি? বিয়ের পরে স্বামীর স্ত্রীর মধ্যে যে মধুর মিলন হয় সেখানে কি হারামের অংশ থাকতে পারে?

$
0
0

wedding night photoপ্রশ্নঃ হারাম সহবাস কি? বিয়ের পরে স্বামীর স্ত্রীর মধ্যে যে মধুর মিলন হয় সেখানে কি হারামের অংশ থাকতে পারে?

উত্তরঃ হ্যাঁ, ইসলামে বৈধ পন্থায় সহবাসেরও হারামের অংশ আছে। বৈধ পন্থায় সহবাসের ক্ষেত্রেও মহান আল্লাহ সেখানে কিছু হারামের অংশ রেখে দিয়েছেন। এগুলো মেনে চলা মু,মিন মুসলমানদের একান্তই প্রয়োজনীয়। জেনে নিন বিয়ের পরেও স্বামী স্ত্রীর মধ্যে যে সময় সহবাস করা হারাম।

০১. স্ত্রীর মাসিক চলা কালে তাঁর সাথে সহবাস করা ইসলামে সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ এবং হারাম। এটা কবীরা গুনাহের মধ্যে একটি। এই অবস্থায় কেউ যদি সহবাস করে তাহলে তাকে তওবা করতে হবে এবং কাফফারা আদায় করতে হবে। (বিস্তারিত দেখুন ) এ সংক্রান্ত সকল পোস্ট দেখুন এখানে)

০২. স্ত্রীর পায়ুপথ বা মলদ্বার দিয়ে সহবাস করা ইসলামে হারাম। এটাও কবীরা গুনাহের মধ্যে একটি। কেউ তা করে ফেললে তাকে তওবা করতে হবে। (বিস্তারিত দেখুন এখানে)

০৩. নিফাস অবস্থায় স্ত্রী সহবাস করা হারাম। নিফাস হচ্ছে স্ত্রীর সন্তান জন্মদানের পরবর্তী ৪০ দিনকে নিফাসের অংশ বলা হয়। স্ত্রীর সন্তান প্রসবের ৪০ দিন পর থেকে সহবাস করা যাবে। (বিস্তারিত দেখুন)

০৪. রমযান মাসে দিনের বেলায় বা রোজা থাকাবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা হারাম। কেউ যদি তা করে ফেলে তাহলে তাকে তাওবা করতে হবে এবং এই রোজা পূর্ণ করতে হবে। (বিস্তারিত দেখুন এখানে)

আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।

উত্তর দিয়েছেনঃ সৈয়দ রুবেল (সামাজিক ব্লগার ও প্রতিষ্ঠাতাঃ আমার বাংলা পোস্ট.কম) syedrubelbd@yahoo.com

বিভাগঃ সহবাসপ্রাপ্তবয়স্কদের যৌন শিক্ষা

The post প্রশ্নঃ হারাম সহবাস কি? বিয়ের পরে স্বামীর স্ত্রীর মধ্যে যে মধুর মিলন হয় সেখানে কি হারামের অংশ থাকতে পারে? appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles