হযরত উসমান খায়বাবাদী (রহঃ) নামে এক বুযুর্গ ছিলেন। তার একটি দোকান ছিল। নিয়ম ছিল, যদি তার দোকানে কোনো গ্রাহক আসত আর সে পণ্য কিনে অচল পয়সা দিত, তাহলে তিনি তা চিনেও রেখে দিতেন এবং পণ্য দিয়ে দিতেন। সে যুগের পয়সা হত রৌপ্যমুদ্রার। তিনি অচল পয়সা জমা করে রাখতেন। সারা জীবন তিনি এমনই করেন। তার মৃত্যুর সময় ঘনিয়ে এলে তিনি টের পেলেন। সে সময়ে তিনি আল্লাহর দরবারে দুহাত তুলে এই বলে ফরিয়াদ জানালেন যে, হে আল্লাহ! আমি জীবনভর তোমার বান্দাদের থেকে অচল পয়সা সংগ্রহ করেছি। একমাত্র তোমার ভালোবাসা ও সন্তুষ্টির জন্য এরূপ করেছি। আজ তোমার কাছে মিনতি জানাই, যেভাবে আমি গ্রাহকদের অচল পয়সাকেও গ্রহণ করেছি, তেমনি তুমি আমার অচল ও ক্রুটিপূর্ণ আমলগুলোও কবুল করে নাও। (খুতুবাতে জুলফিকার ৩/৮৫)
আপনি পড়ছেনঃ আল্লাহর মহব্বত বই থেকে।
The post আল্লাহর সন্তুষ্টি অর্জনে অচল পয়সাও সচল appeared first on Amar Bangla Post.