Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

কুরআন ও হাদীসের দৃষ্টিতে স্বামী স্ত্রী জীবন

$
0
0
স্বামী স্ত্রীর ছবি
Photo: muslim hasbend and wife

স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের সহায়ক ও শান্তি নিরাপত্তা বিশেষ। পরস্পর তাঁরা পরস্পরের সুখ শান্তি আরাম আনন্দ ও সৌন্দর্যের সঙ্গী-সঙ্গিনী। পবিত্র কুরআনে আল্লাহ বলেন “ তাঁরা তোমাদের আচ্ছাদন স্বরূপ। তোমরাও তাদের আচ্ছাদন স্বরূপ।”(সূরাঃ বাকারা-১৮৭)

সহীহ হাদীসে স্বামী ও স্ত্রীর জীবনকে শান্তি-সুখে আর আরাম-আনন্দ ও নিরাপত্তায় রাখার ব্যবহারিক উপদেশ ও নির্দেশিকা বিদ্যমান। স্বামী-স্ত্রী পরস্পর পরস্পরের সহযোগী সংগী ও নির্ভর বিশেষ। একের উপর অপরের অধিকার সর্বাংশে সমান। শুধুমাত্র পুরুষকে সকল বিষয়ে কর্তৃত্বধারী করা হয়েছে। তাতে করে পুরুষের উপর আয়-রোজগার এবং সামাজিক ব্যবস্থাপনাগত নিরাপত্তা ও পারিবারিক নিয়ম-শৃংখলার মৌল নীতিমালা প্রয়োগের নিয়ন্ত্রণ ক্ষমতা দেয়া হয়েছে। অন্য পক্ষে স্ত্রীর হাতে দিয়েছে পারিবারিক কর্তৃত্বের ক্ষেত্রে পরুবর্তী পর্যায়ের সমস্ত কিছু। পারিবারিক সমস্ত ব্যবস্থাপনা স্ত্রীর হাতের উপর দিয়ে হবে। পরিবারের স্বাস্থ্য শিক্ষা পরিবেশ এবং সাজ-সজ্জা ও খাওয়া দাওয়া সহ সব কিছুর একচ্ছত্র কর্তৃত্ব স্ত্রীর। পুরুষ শুধু মৌল নীতিমালার নিয়ন্ত্রক, বাকীটা স্ত্রীর।

এভাবে দাম্পত্য সম্পর্কের মাধ্যমে জীবনের সুখ-শান্তি, আরাম-আনন্দ নিশ্চিত করার জন্য স্বামী-স্ত্রীর সম্পর্ক রচনার আদেশ দেয়া হয়েছে।

আদেশ দেওয়া হয়েছে যৌন মিলনের মাধ্যমে মানসিক চাপ মুক্ত থাকার জন্যেই। সে সাথে যৌন মিলনকে মধুর স্বাদ গ্রহণ বলে জীবনের সর্বাপেক্ষা বেশি পরিতৃপ্তির ক্রিয়া সম্পাদনের অবকাশ দেয়া হয়েছে।

যৌবনের আরো একটি উদ্দেশ্য হল সন্তান জন্মদান। এর মাধ্যমে বংশ রক্ষা এবং স্বামী-স্ত্রীর ভবিষ্যৎ বার্ধক্যে সন্তানের সেবা-যত্ন পাবার পথ খোলা রাখার প্রয়োজন রয়েছে। এ প্রয়োজনের দিকে লক্ষ্য রেখেই যুবক-যুবতীকে বিয়ে করে স্বামী-স্ত্রীর সংসার শুরু করার আদেশ দান করা হয়েছে। আরো পড়ুনঃ সঙ্গমের সুখ ও পবিত্র সম্পর্ক। এবং স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন ও অধিকার বিভাগ থেকে।

Source: পুরিপূর্ণ স্বামী স্ত্রীর মধুর মিলন

The post কুরআন ও হাদীসের দৃষ্টিতে স্বামী স্ত্রী জীবন appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles