প্রশ্নঃ হিস্টিরিয়া রোগ কি? হিস্টিরিয়া রোগের লক্ষণ
উত্তরঃ হিস্টিরিয়া হচ্ছে একটি মানসিক রোগ। যেসব নারী মানসিকভাবে অসহনশীল, সংবেদনশীল এবং কোমল স্বভাবা তারাই এই রোগে বেশী আক্রান্ত হয়।
প্রথম ঋতুমতী হওয়ার সাথে সাথে যুবতীর শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে থাকে। কোমলা ও সংবেদনশীল যুবতীদের মনের মধ্যে এই পরিবর্তন বিশেষভাবে প্রভাব ফেলে। এরাই হিস্টিরিয়ায় আক্রান্ত হয়। যদি মাসিক স্রাবের সময় খুব কষ্ট হয় তাহলেও হিস্টিরিয়া হয়। যৌন মিলনের সময় যে যুবতী পূর্ণ কাম সুখ লাভ করতে পারে না এবং মাসের পর মাস চলতে থাকে তবে তাদেরও হিস্টিরিয়া হতে পারে। আবার অত্যাধিক যৌন মিলনের ফলে এই রোগ হতে পারে।
বস্তুতঃ মানসিক দুঃখ, ভয়, চিন্তা থেকে এই রোগের সৃষ্টি হয়ে থাকে। অবিবাহিত যুবতী বা অল্প বয়েসী বিধবারা মনের মধ্যে অদম্য কামবাসনা পুষে রেখে এই রোগের শিকার হয়।
এই রোগের উপসর্গ হলোঃ পেটের মধ্যে বায়ুর গোলা ঘুরপাক খাচ্ছে এমন মনে হয়। নাড়ির গতির সাথে সাথে শ্বাসের বেগ বেড়ে যায়। ঠান্ডা ঘাম বেরোতে থাকে ও রক্তচাপ বেড়ে যায়। খুসখুসে কাশি হয়। বার বার বাথরুমে যেতে ইচ্ছা হয়। শরীরে ব্যথা হয় এবং দুর্বল হয়ে পড়ে।
The post প্রশ্নঃ হিস্টিরিয়া রোগ কি? হিস্টিরিয়া রোগের লক্ষণ appeared first on Amar Bangla Post.