হযরত খাজা বখতিয়ার কাকী (রহঃ) হলেন ষষ্ঠ শতাব্দীর বিশ্বখ্যাত বুযুর্গ।জন্ম ৫০৫ হিজরীতে। ওফাত ৬৩৩ হিজরীতে।
যারা সত্যিকারের আল্লাহ প্রেমিক তাদের দৃষ্টি থাকে সদাই আল্লাহর প্রতি নিবদ্ধ। পার্থিক শত লীলা-বৈচিত্র তাদের ধ্যানের জগতে ফাটল ধরাতে পারে না। তাদের নজর থাকে আল্লাহর দীদার, পরকালীন মুক্তি ও শান্তির প্রতি। এ সম্পর্কে হযরত কাকী (রহঃ) নিজেই লিখেছেন—
এক বৃহস্পতিবারে আমি আজমীরের জামে মসজিদ হযরত শাইখের খেদমতে ছিলাম। মজলিসে দরবেশরা আছেন, সত্যসন্ধানী ও তরিকতের বন্ধুরা আছেন, শিষ্য-ছাত্ররাও আছে। কথা চলছিল মালাকুল মওত সম্পর্কে। তখন হযরত শাইখ (রহঃ) বললেন, মৃত্যু যদি না থাকত, তাহলে এই পৃথিবীর কি কোনো মূল্য ছিল বলো? সবাই বলল, হযরত এটা আবার কীভাবে? বললেন, কারণ, মৃত্যু হলো একটা সেতু। এর মাধ্যমেই প্রেমিক তার প্রিয়তমের কাছে পৌঁছে যায়। আর এজন্যই মরণটা তাদের কাছে মোটেও কোনো ভয়ঙ্কর বিষয় নয়; বরং সর্বদাই তারা এজন্য তৈরী থাকেন।
একবার হযরত কাকী (রহঃ) বসে আছেন আলৌকিক বন্ধুদের মেলায়। তখন একবন্ধু একটি কবিতা পাঠ করলেন, যার মর্ম ছিল—
“মনিবের প্রতি পরম ভক্তি ও সন্তুষ্টিতে
যারা নিবেদিত, সপেঁ দেয় জীবন
অদৃশ্যের খাযানা থেকে প্রতিক্ষণে
প্রাপ্ত হয় তারা এক নতুন জীবন”।
হযরত কাকী (রহঃ) এই কবিতাটি শোনার সঙ্গে সঙ্গে মহান আল্লাহর প্রতি পরম ভক্তি ও ভালবাসায় এতটা আপ্লুত হয়ে পড়লেন যে, এই পৃথিবীর প্রতি আর দ্বিতীয়বার চোখ উঠাবার ফুরসত মিলল না। তিনি বেহুঁশ হয়ে পড়লেন এবং মৃত্যুর সিঁড়ি বেয়ে পৌঁছে গেলেন প্রিয়তম বন্ধুর কাছে। (আনওয়ারুল আউলিয়া ৭৯,৮০)
আপনি পড়ছেনঃ আল্লাহর মহব্বত ! আল্লাহ ওয়ালাদের হৃদয় ছোঁয়া ঘটনাবলী-১ বই থেকে
The post মৃত্যু আছে বলেই পৃথিবীর এত দাম appeared first on Amar Bangla Post.