Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

কিসরার রণকৌশল

$
0
0

যুদ্ধের ছবিইরান সম্রাট কিসরা আরেক পরাশক্তি কায়সারের মোকাবিলা করার জন্য সেনাপতি আসহাদ এর অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত, অপ্রতিরোধ্য সেনাবাহিনী পাঠালেন।

আসহাদ অত্যন্ত দক্ষতায় একের পর এক শহর জয় করে সন্মুখে এগিয়ে চললেন। বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ মালে  গণীমত কিসরার রাজ দরবারে পাঠাতে লাগলেন।

কয়েকদিন পর কিসরার মনে আশঙ্কা জাগলো একের পর এক ধারাবাহিক যুদ্ধজয়ে আসহাদের মনে আত্মগরিমা সৃষ্টি হওয়া স্বাভাবিক। এরপর দেখে গেল সেনাবাহিনীকে কব্জায় এনে আমার বিরুদ্ধে বিদ্রোহ করে বসল।

সেই ব্যক্তি ছিলেন বিচক্ষণ। তিনি বুঝতে পারলেন সম্পূর্ণ বিনা অপরাধে একজন দক্ষ সেনাপতিকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে।

তিনি আসহাদের নিকট সব  ষড়যন্ত্র ফাঁস করে দিলেন। আসহাদ এতে যারপনারনাই ব্যথিত হলেন।

এতো দক্ষতা ও বিশ্বস্ততার প্রতিদান তাহলে এই। আমিও এই অকৃতজ্ঞ কিসরার পক্ষে আর জীবন বাজি রেখে যুদ্ধ করবো   না।

কিসরাকে হত্যা করেই এর প্রতিশোধ নিতে হবে।

সে কায়সারের সাথে সাক্ষাতের  উপায় খুজতে লাগলো। এক পর্যায়ে কায়সারের সাথে সরাসরি সাক্ষাৎ করতে সক্ষম হলো।

কায়সারকে বলল, কিসরা আমাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। এখন আমি তাকে হত্যা করে এর প্রতিশোধ নিতে চাই। তার জুলুম নির্যাতন সীমা ছাড়িয়ে গেছে। এবার তার প্রায়শ্চিত্ত তাকে করতেই হবে। আপনি আমাকে কোন নিশ্চয়তা বা জামানত প্রদান করুন। যাতে আমি আপনার প্রতিশ্রুতিতে আস্থা রাখতে পারি। আমি আমার সেনাবাহিনী নিয়ে কিসরার উপর হামলা করবো। আপনি আপনার সেনাবাহিনী দ্বারা আমার সহযোগিতা করুন। কথা দিচ্ছি বিজয়ী হলে কিসরার সীমাহীন ধনরাশি থেকে আপনাকে ঐ পরিমাণ প্রদান করবো যা আপনার বিরুদ্ধে যুদ্ধ করে কিসরাকে পাঠিয়েছিলাম। আমার সাহায্যে পাঠানো আপনার সেনাবাহিনীর সকল ব্যয়ভার আমার উপর ন্যস্ত থাকবে। আপনাকে কিছুই খরচ করতে হবে না। কায়সার সব শর্ত মেনে নিজ স্বাক্ষরিত চুক্তি নামা তাকে দিয়ে দিলেন। আসহাদ নিশ্চিন্ত মনে কিসরার মোকাবেলায় রওয়ানা  হয়ে গেলেন। সঙ্গে চল্লিশ হাজার সৈন্য কায়সার তার পক্ষ থেকে আসহাদ এর সাহায্য দিয়ে দিলেন।

এদিকে গুপ্তচর মারফত সবকিছু শুনে কিসরার হুঁশ হলো।

তিনি বুঝতেন চুপচাপ বসে থাকলে আসহাদ এবং কায়সারের সম্মিলিত বাহিনী তাকে নিশ্চিহ্ন করে ফেলবে। বুদ্ধির মারপ্যাঁচেই এই বিশাল বাহিনীকে পরাজিত করা সম্ভব। সম্মুখ সমরে জয়ী হওয়া সম্ভব নাও হতে পারে।

তিনি এক খ্রীষ্টান পাদ্রীকে রাজদরবারে ডেকে রেশমী কাপড়ে এক চিঠি লিখে তা আসহাদের নিকট যে করেই হোক পৌঁছে দিতে বললেন। সাবধান করতে ভুললেন না যে, খবরদার  কাকপক্ষীও যেন এই চিঠি সম্পর্কে জানতে না পারে।

কিসরা পাদ্রীকে এক হাজার দিনার পারিশ্রমিক বাবদ দিয়ে দিলেন। সে চিঠি নিয়ে রওয়ানা হয়ে গেল।

কিসরা নিশ্চিত ছিলেন। এই চিঠি আসহাদের হাতে পৌঁছবে না। কারণ পাদ্রী খিষ্টান আর কায়সারও খ্রীষ্টান। সে কিছুতেই আসহাদের হাতে চিঠি পৌঁছিয়ে কায়সারের ক্ষতি করবে না।

বাস্তবে তাই হলো। পাদ্রী চিঠি সোজা কায়সারের হাতে পৌঁছে দিল। চিঠি পেয়ে তো কায়সার হতভম্ব। তাতে লেখা ছিল…

“হে আসহাদ, আমার নির্দেশানুযায়ী তুমি কায়সারের বিশ্বাস অর্জন করতে পেরেছ জেনে আনন্দিত হয়েছি। তোমার বুদ্ধির জন্যই আমরা কায়সারকে হাতের মুঠোয় পেয়েছি। তুমি রোমকদের শক্তি চুর্ণ করে দিয়েছ। পথিমধ্যে সময় ক্ষেপনের চেষ্টা করো। কায়সার মাদায়েন পৌঁছা মাত্রই তোমার এবং আমার বাহিনী সম্মিলিত ভাবে হামলা করে তাকে নিশ্চিহ্ন করে দেয়া হবে। তাকে আরও কয়েকদিন এই বিভ্রান্তিতে রেখে দাও যে, আমি তোমাকে হত্যার ষড়যন্ত্র করেছিলাম। আর মাত্র কয়েকদিন এরপরই আমরা রোমানদের সলিল সমাধি রচনা করবো।”

চিঠি পড়া মাত্র কায়সার পুরো বিষয়বস্তু সঠিক মনে করে নিজ সেনাবাহিনী আসহাদ থেকে ফিরিয়ে নিলেন। সেনাবাহিনী নিয়ে নিজ রাজধানীতে ফিরে আসার পথে কিসরা, ইয়াস ইবনে কবিসার নেতৃত্বে এক বিশাল সেনাবাহিনী পাঠালেন। যারা পিছন থেকে থেকে কায়সারের বাহিনীতে আকস্মিক হামলা চালালো। কিছু বুঝে উঠার আগেই কায়সারের অনেক সৈন্য নিহত হলো। কায়সার কোনোরকম পালিয়ে প্রাণ রক্ষা করলেন। উল্লেখ্যযোগ্য পরিমাণ কায়সারের সেনা এই যুদ্ধে প্রাণ হারিয়েছিল।

আপনি পড়ছেনঃ প্রতিভার গল্প ২ বই থেকে।

The post কিসরার রণকৌশল appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles