সাঁজিয়ে ছিলাম
কাঁচা ফুলে বাসর
হাসনা হেনা জুঁই চামেলী
রজনীগন্ধা আসর।
বকুল ফুলে গেথেছি মালা
বানিয়েছি কানের দুল
তোমার খোঁপাই পরাব বলে
তুলেছি গোলাপ ফুল।
তবুও তুমি আসনি সখি
নববধূ হয়ে
স্বপ্ন আমার হইল ধূসর
রইল সৃতি হয়ে।।
কবিতাটি লিখেছেনঃ মীর সোহেল, ব্রাক্ষ্মণবাড়ীয়া থেকে। Join in Facebook
The post কাঁচা ফুলের বাসর appeared first on Amar Bangla Post.