বৃষ্টি ভেজা বর্ষাকালে
চড়ে প্রেমের নায়
হাওর নদী পাড়ি দিয়ে
কত প্রেমিক যায়।
শরৎকালে কাশেরবনে
মন ছুটে যায় মনে
কি আনন্দ কি যে মজা
দু’জন ঘুরতে বনে।
হেমন্তটা অন্য রকম
নতুন ধানের ঘ্রাণে
নতুন করে সাহস জোগায় ভালবাসার প্রাণে।
লিখেছেনঃ ব্যর্থ সোহেল। লেখকের ফেসবুক আইডি।
The post বৃষ্টি ভেজা প্রেম appeared first on Amar Bangla Post.