Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

বাংলা লাভ এসএমএস

$
0
0

বাংলা লাভ ম্যাসেজআপনার প্রিয় মানুষকে ভালোবাসার কথা জানান বাংলা ছন্দ দিয়ে। বাংলা লাভ এসএমএস এর ৪থ পর্বের থেকে আপনার প্রিয়জনকে পাঠানোর ম্যাসেজটি বেঁচে নিন এবং কপি করে পাঠিয়ে দিন অথবা ফেসবুকে স্ট্যাটাস দিন।


৩১. কখনোও কী লিখেছো স্বপ্নের কবিতা হৃদয়ে, ভালবাসার শ্রাবন নামবে মনের আকাশ ছুঁয়ে। এক আকাশে উড়বো দুজনে স্বপ্নের ডানা মেলে। করবো তোমায় আলোকিত সুখের প্রদীপ জ্বেলে, চাওয়া পাওয়ার স্বপ্নে।।

৩২. রাজার আছে অনেক ধন। আমার আছে একটি মন। পাখির আছে ছোট্ট বাসা। আমার মনে একটি আশা। তোমায় ভালোবাসা।

৩৩. একটা আকাশ বাতাসের জন্য, একটা সাগর নদীর জন্য, একটা ফুল ভোমরার জন্য, আর আমি শুধু তোমার জন্য।

৩৪. এক পৃথিবীতে চেয়েছি তোমাকে, এক সাগর ভালবাসা রয়েছে এ বুকে, যদি কাছে আসতে দাও, যদি ভালবাসতে দাও, এক জনমে নয় লক্ষ জনম ভালবাসব তোমাকে।

৩৫. পৃথিবীটা তোমারী থাক, পারলে একটু নীল দিও। আকাশটা  তোমারি থাক, পারলে একটু তাঁরা দিও। মেঘটা তোমারি থাক, শুধু একটু ভিজতে দিও। মনটা তোমারি থাক, পারলে একটু জায়গা দিও।।

৩৬. সত্যিকারে ভালবাসা যা, সে অতি অপমান, আঘাত করলে..হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না..।।

৩৭. তুমি যদি বাসো ভালো, চাঁদের মতো দেব আলো, যদি আমায় ভাবো আপন, হব তোমার মনের মতন, নদী যেমন দেয় মোহনা, তোমার-ই আমি তোমার উপমা।

৩৮. হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে, যেখানে রয়েছে তোমার ভালোবাসার সুখের নীড়। আর সেই নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম। আমি কল্পনার সাগরে ভেসে চলে যাবো, যাবো তোমার হৃদয়ে সৈকতে, তুমি দিবে না ধরা?

৩৯. দেখো চাঁদের দিকে; কত যে কষ্ট তাঁর বুকে.. কখনো কালো মেঘ ঢেকে যায়,, কখনো সে জ্যোৎস্না হারায়…তবুও জ্যোৎস্না ছড়িয়ে সে হাসে,, কারণ সে আকাশ কে ভালবাসে…!!

৪০. ছিড়ে ফেলেছি আমি ডাইরির পাতা…সেথা লেখা ছিল হাজার স্বপ্নের কথা…ছিড়তে পারিনি আমার মনের পারা…যেখানে জমে আছে জীবনের অনেক ব্যথা!!!

আরো ম্যাসেজ দেখতে ক্লিক করুন : Bangla Love SMS

The post বাংলা লাভ এসএমএস appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles