Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

মালয়েশিয়া প্রবাসিদের জন্য সু-খবর

$
0
0

মালয়েশিয়ামালয়েশিয়ার বসবাসরত প্রবাসী ভাই-বোনদের জন্যে সুখবর।

কলকাতার স্বর্ণপদকপ্রাপ্ত প্রখ্যাত ন্যাচারাল মেডিসিন ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান এম. ডি আগামী ২৩ অক্টোবর থেকে-৩০ অক্টোবর ২০১৬ তারিখে তার পুরোনো রোগীদের অনুরোধে ও আগ্রহে অবস্থান করবেন মালয়েশিয়াতে। এসময় তিনি পুরোনো রোগীদের সাথে পুনর্মিলনী সাক্ষাৎ ছাড়াও ব্যক্তিগত ওয়ান টু ওয়ান সেশনের মাধ্যমে যৌনরোগ ছাড়াও অন্যান্য রোগে ভুগছেন এমন যারা আছেন, তাঁদের জন্যে বিশেষ সেশনের আয়োজন রাখছেন। এসময় তিনি অবস্থান করবেন এই ঠিকানায়ঃ

হোটেল সাফারি,
৯, জালান মামান্দা ১২, তামান দাতো আহমাদ রাজালি, ৬৮০০০ আমপাং, সেলানগর, মালয়েশিয়া।
বিস্তারিত জানতে চোখ রাখুন ইভেন্ট পেজে।

কলকাতার স্বর্ণপদকপ্রাপ্ত ন্যাচারাল মেডিসিন ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান এম. ডি একজন খ্যাতিমান চিকিৎসক, গবেষক, লেখক ও আয়ুর্বেদিক কেমিস্ট।

ন্যাচারাল মেডিসিনে ভারত থেকে অর্জন করেন এম.ডি ও সেক্সোলজিতে পি.জি.ডি ডিগ্রি। এছাড়াও ভারতের কলকাতা, উরিষ্যা, বিহার, গৌহাটি, মুম্বাই, রাজস্থান, চেন্নাই ও কেরেলাসহ বিভিন্ন স্থানে প্রশিক্ষণ ও সেমিনারে অংশ গ্রহণ করেন।

বাংলাদেশ বোর্ড অব ইউনানী এন্ড আয়ুর্বেদিক সিস্টেম অব মেডিসিন এর অধীনে তিব্বিয়া হাবিবিয়া ইউনানী মেডিকেল কলেজের স্বনামধন্য অধ্যক্ষ মরহুম হাফিজ হাকিম আজিজুল ইসলাম-এর কাছ থেকে ডা. মনিরুজ্জামান ইউনানী শাস্ত্রে ডি.উই.এম.এস ও নূর মজিদ আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুর রব খানের অধীনে আয়ুর্বেদিক শাস্ত্রে ডি.এ.এম.এস ডিগ্রি অর্জন করেন।

ডা. মনিরুজ্জামান একাধিক ইউনানী ও আয়ুর্বেদিক ফার্মাসিউটিক্যাল্স এর উৎপাদণ ও গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। অতপর সিলেট আয়ুর্বেদিক কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। বর্তমানে ঢাকাস্থ মডার্ন ইউনানী আয়ুর্বেদিক কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্বরত আছেন। রুরাল এনভাইরনমেন্ট কমিনিউটি হেল্থ সোসাইটির প্রধান সমন্বয়কারী হিসেবে হারবাল মেডিসিন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছেন। খন্ডকালীন প্রশিক্ষক হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রাণালয়ের অধিনস্থ বিজনেস প্রমোশন কাউন্সিল এর হারবাল মেডিসিন প্লান্ট এবং যুব উন্নয়ন অধিদপ্তর ও ইসলামী ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেট-এ হারবাল মেডিসিন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছেন। এছাড়াও এস.এস ফার্মাসিউটিক্যাল্স ও অনির্বান মেডিসিনাল ইন্ডাস্ট্রিজ-এর প্রডাক্টস বিষয়ক প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সেন্টার ফর রিসার্চ ইন ইউনানী এন্ড আয়ুর্বেদিক মেডিসিন এর মুখ্য গবেষক হিসেবে বাংলাদেশের বিভিন্ন জেলার উৎপাদিত ভেষজ তথা মেডিসিনাল প্লান্টের বৈজ্ঞানিক চাষাবাদ এবং প্রাকৃতিক উপায়ে সংগ্রহ ও সংরক্ষণ বিষয়ক গবেষণা কার্যক্রম পরিচালনা করেন।

ডা. মনিরুজ্জামানের লিখিত স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন নিবন্ধ নিয়মিত স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হয় এবং আয়ুর্বেদিক, আকুপ্রেসার, প্রাকৃতিক চিকিৎসা, ইয়োগা ও যৌন রোগ বিষয়ক বই প্রকাশ করেন।

ডা. মনির’স ন্যাচার কিউর প্রতিষ্ঠা করেন এবং সি.ই.ও এর দায়িত্ব পালন করছেন। দেশ-বিদেশে অবস্থানরত বাংলা ভাষাভাষী রোগীদের অনলাইন ও টেলিমেডিসিন স্বাস্থ্য সেবা প্রদান করছেন।

The post মালয়েশিয়া প্রবাসিদের জন্য সু-খবর appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles