হাসির কবিতা ‘আধুনিক-আধুনিকা। ”
লিখেছেনঃ জয়নুল হক শাহরাজ
ছেলেরা হতে চায় নারী,
মুখে রাখে না দাড়ি।
কানে পরে দুল,
মাথায় লম্বা চুল।
ভয়ে মরি হায়—
কখন জানি ছেলেরা আবার
শাড়ি পরতে চায়!
.
মেয়েরা হতে চায় ছেলে,
ওড়না দেয় ফেলে।
গায়ে দেয় শার্ট,
হতে চায় স্মার্ট।
কানে পরে না দুল,
মাথায় আউলা চুল।
টেনশন লাগে হায়—
কখন জানি মেয়েরা আবার
লুঙ্গি পরতে চায়!!
The post আধুনিক-আধুনিকা (হাসির কবিতা) appeared first on Amar Bangla Post.