Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

আধুনিক-আধুনিকা (হাসির কবিতা)

$
0
0

হাসির কবিতা ‘আধুনিক-আধুনিকা। ”

লিখেছেনঃ জয়নুল হক শাহরাজ

ছেলেরা হতে চায় নারী,
মুখে রাখে না দাড়ি।
কানে পরে দুল,
মাথায় লম্বা চুল।
ভয়ে মরি হায়—
কখন জানি ছেলেরা আবার
শাড়ি পরতে চায়! 😀
.
মেয়েরা হতে চায় ছেলে,
ওড়না দেয় ফেলে।
গায়ে দেয় শার্ট,
হতে চায় স্মার্ট।
কানে পরে না দুল,
মাথায় আউলা চুল।
টেনশন লাগে হায়—
কখন জানি মেয়েরা আবার
লুঙ্গি পরতে চায়!! 😀

The post আধুনিক-আধুনিকা (হাসির কবিতা) appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles