প্রকাশকের কথা।
ভারতীয় বংশোদ্ভূত আহমদ দীদাত দক্ষিণ আফ্রিকার অধিবাসী। বাল্যকালে তিনি পিতার সাথে দক্ষিণ আফ্রিকায় যান এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস করতে থাকেন।
তিনি যে আলাকায় বাস করতেন সেটা ছিল খ্রিস্টান অধ্যুষিত। এই এলাকায় খ্রিস্টানরা ইসলাম ও মুসলমানদের সম্পর্কে নানারূপ সমালোচনা ও কটুক্তি করতো। তিনি এতে দারুণভাবে মর্মাহত হতেন। কিন্তু প্রতিবাদ করার মতো জ্ঞান ও যোগ্যতা তখন তাঁর ছিল না। এ অবস্থায় তিনি ইসলাম ও খ্রিষ্ট ধর্মের উপর ব্যাপক পড়াশোনা শুরু করেন এবং অল্প দিনের মধ্যেই এ বিষয়ে প্রভূর জ্ঞান ব্যুৎপত্তি লাভ করেন। তাঁর সাথে পাদ্রীদের বহুবার ধর্ম সম্পর্কিত বিতর্ক হয় এবং প্রতিবারই তিনি তাঁর অসাধারণ জ্ঞান, প্রজ্ঞা এবং বিশ্লেষণক্ষমতা দ্বারা তাদেরকে ইসলামের শ্রেষ্ঠত্ব ও সার্বজনীনতার কথা বোঝাতে সক্ষম হন। জনাব দীদাত ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, অনলবর্ষী বক্তা ও ইসলাম প্রচারক।
ইসলামের বিভিন্ন দিকের উপর ইংরেজি ভাষায় রচিত তার বহু গ্রন্থ রয়েছে। এর মধ্য থেকে বাংলায় অনূদিত কিছু গ্রন্থ….
০১ আল-কুরআন : এক মহা বিস্ময়কর অলৌকিকতা’,
০২. আল কুরআন : এক চূড়ান্ত অলৌকিক মহাগ্রন্থ’,
০৩. হযরত মুহাম্মদ (সাঃ) এবং
০৪. আরব ও ইসরাইলঃ সংঘাত না সমঝোতা—
এই কয়টি পুস্তক ‘আহমাদ দীদাত রচনাবলি’ নামে প্রকাশ করা হলো।
অনুবাদ করেছেন বিশিষ্ট অনুবাদক ও লেখক ফজলে রাব্বী ও মুহাম্মদ গোলাম মোস্তাফা।
আহমাদ দীদাত রচনাবলি পাঠে এ দেশের মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে এবং ইসলামী জ্ঞানে সমৃদ্ধ হবে এই প্রত্যাশায় পুস্তকটি ২০০১ সালে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রথম প্রকাশ করা হয়। বইটি প্রকাশের সাথে সাথেই এর সকল কপি নিঃশেষ হয়ে যায়। ব্যাপক পাঠক প্রিয়তার কারনে এবার এর দ্বিতীয় সংরক্ষণ প্রকাশ করা হলো। আমাদের প্রত্যাশা, বইটি এবারও আগের মতোই পাঠক মহলে সমাদৃত হবে।
বইয়ের নামঃ আহমদ দীদাত রচনাবলি
অনুবাদঃ ফজলে রাব্বী ও মুহাম্মদ গোলাম মোস্তাফা।
ফাইল ধরণ : পিডিএফ
ফাইল সাইজ : ৭ মেগাবাইট।
Download Now.
The post আহমদ দীদাত রচনাবলি appeared first on Amar Bangla Post.