প্রশ্নঃ কনডম দিয়ে সেক্স করলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে?
উত্তরঃ কনডম দিয়ে সেক্স করলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে না যদি তা মিলন কালে ছিড়ে না যায়। নিরাপদ যৌন মিলন করার স্বার্থে অবশ্যই ভালো মানের কনডম কিনতে হবে। এবং এটি লিঙ্গতে প্রবেশের সময় খেয়াল রাখতে হবে যাতে এর ভিতরে বাতাস না থাকে। বাতাস থেকে গেলে চাপে এটি ফেটে যাওয়ার সম্ভাবনাই বেশি। কনডম কিনার সময় খেয়াল রাখতে হবে যাতে এটি একটু পুরো হয়। অনেকেই টাকা বাচাতে বাজার থেকে সস্তা মানের কনডম কিনে ব্যবহার করে। যা যেকোন সময় অনিরাপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। যেমন বাজারে পাওয়া যায় রাজা কনডম। এটি একটি পাতলা ও সস্তা দামের কনডম। এটি যৌন মিলনের সময় ছিড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সবচেয়ে ভালো ডটেড কনডম ব্যবহার করা। কনডম কিভাবে লিঙ্গতে পড়াবেন? কনডম ব্যবহার করার নিয়ম জানুন। পড়ুন : লিঙ্গতে কনডম লাগানোর নিয়ম।
The post প্রশ্নঃ কনডম দিয়ে সেক্স করলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে? appeared first on Amar Bangla Post.