জয়নাল দু’বার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে-
দু’বারই ধরা খেয়েছে। নকলের খুব সুবিধা ছিল।
শিক্ষকরাও নকল সাপ্লাই-এ সাহায্য করেছেন,
তাতেও লাভ হয়নি। এই জুয়নাল ছোট মানুষ হয়েও অনেক বড় স্বপ্ন দেখে।
শামসুদ্দিন সাহেব নান্দাইল হাইস্কুলের অবসরপ্রাপ্ত ইংরেজির শিক্ষক। সারা জীবনে একটিও মিথ্যা কথা বলেন নি। কোনো মন্দ কথা বলেন নি। তিনি অনেক বড় মানুষ হয়েও ছোট স্বপ্ন দেখেন।
স্বপ্ন দেখে রাহেলা ও ইতি। একেক জনের স্বপ্ন একেক রকম।
“আজ আমি কোথাও যাব না’ কিছু মানুষের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প।
বইয়ের নামঃ আজ আমি কোথাও যাব না।
লিখেছেনঃ হুমায়ূন আহমেদ।
ফাইল ধরনঃ পিডিএফ।
ফাইল সাইজঃ ৬ মেগাবাইট।
ডাউনলোড করুন।
The post আজ আমি কোথাও যাব না (হুমায়ূন আহমেদের গল্পের বই) appeared first on Amar Bangla Post.