Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

পুরুষ ও নারীর চরমপুলক সম্পর্কে ৭টি গোপন তথ্য

$
0
0

চরমপুলকঅর্গাজম কথাটি  অনেকেই শুনে থাকবেন। কিন্তু এর মানে অনেকেই বলতে  পারবেন না। কারণ এ সম্পর্কে অনেকের সম্যক ধারণাই নেই।

আবার অনেকে এমনও আছেন যাঁরা সেক্সের মতো অর্গ্যাজমকেও ট্যাবু-র খাতায় ফেলে দিয়েছেন। এটি একটি শারীরিক বৃত্তীয় প্রবৃত্তি যা খুবই স্বাভাবিক। অর্গাজমের সহজ বাংলা হচ্ছে চরমপূলক। নারী পুরুষের অর্গাজম নিয়ে বিশেষ ৭ চমকপ্রদ তথ্যের  সন্ধান  এখানে দেওয়া হল।

১) বয়সের সঙ্গে ভালো হয়: বয়সের সঙ্গে সঙ্গে চরমপুলকের মাত্রা বাড়তে থাকে। বিশেষত নারীদের ক্ষেত্রে দেখা গিয়েছে বিশের কোটায় থাকা নারীদের চেয়ে ৩০-এর কোটায় থাকায় নারীরাই অনেক বেশি চরমপুলক লাভ করতে পারেন।

২) নারীদের একাধিকবার চরমপুলক হতে পারে: এ ক্ষেত্রে নারীরা পুরুষদের চেয়ে এগিয়ে রয়েছেন। পুরুষরা সেক্সের সময় মাত্র একবার চরমপুলক লাভ করতে পারেন। বিপরীতে নারীরা একাধিকবার লাভ করতে পারেন।

৩) আত্মরতিতে চরমপুলক: সেক্সের সময় নারী-পুরুষ উভয় চরমপুলক লাভ করতে পারেন। তবে সমীক্ষা বলছে, হস্তমৈথুন বা আত্মরতিতেই বেশিরভাগ ক্ষেত্রে নারীরা চরমপুলক অনুভব করেন।

৪) মাথা যন্ত্রণার অবসান: একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ৪৮ শতাংশ ক্ষেত্রে সাধারণ মাথা যন্ত্রণা থেকে নিমেষে মুক্তি দিয়েছে চরমপুলক।

৫) চরমপুলকের সময়কাল: সাধারণ চরমপুলক ৬-১০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়।

৬) সমলিঙ্গের সেক্সে নারীদের অর্গ্যাজম: সমীক্ষায় আরও একটি আশ্চর্যজনক তথ্য জানা গেছে। পুরুষদের সমলিঙ্গের সেক্স দেখেও নারীদের অর্গ্যাজম হতে পারে। কিন্তু পুরুষদের ক্ষেত্রে নারীদের যৌন মিলন করতে না দেখলে চরমপুলক হয় না।

৭) পুরুষদের চরমপুলক ড্রাগের নেশা: সমীক্ষা বলছে, পুরুষদের চরমপুলক তাঁদের মস্তিষ্কে হেরোইনের নেশার মতো প্রভাব ফেলে।

The post পুরুষ ও নারীর চরমপুলক সম্পর্কে ৭টি গোপন তথ্য appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles