Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

গায়ের বধূ (গ্রাম বাংলার কবিতা)

$
0
0

গাঁয়ের বধূআমার এই সোনার বাংলার রূপ দেখে
লীলাতে দু চোখ গেছে ডুবে।

জলের স্রোতে নদীর বুকে মাঝি গায়
সুরেলা গান ভরে যায় প্রাণ।

শালিক দোয়েল গাংচিল ময়না টিয়া
প্রকৃতিতে সেজেছে প্রজাপতি কে নিয়া।

রাখাল ছেলের ঠোটে বাঁশির সুর
সবুজ গালিচার পাটিতে লাগে যে মধুর।

গরুর পিঠে চরে শালিক করে কত আনা গোনা
কিশোরীর কাংকে কলসী নিয়েছে নেইতো মানা।

লাঙ্গল কাঁধে নিয়ে চাষী যায় মাঠে
বই হাতে কিশোর-কিশোরী পাঠশালায় যায় হেটে।

আউশ ধানের হরিলুটে মিসে সারাক্ষণ
পানের বাটার সাথে দাদীর হাতে চুন।

গ্রহণের হালকা শিতে শিশির
ভিজায় বিন্দু বিন্দু,
খরির চুলায় পিঠা চড়াই
গায়ে নববধূ।

লিখেছেনঃ বাছির আহমেদ।

The post গায়ের বধূ (গ্রাম বাংলার কবিতা) appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles