মেঘ জমেছে পাহাড় চুড়ায়
বৃষ্টি পরে কই,
রংধনু আজ করছে মেলা
রৌদ্র উঠছে ঐ।
তিতাস বাঁকে কাশ বনে
ডাউক পাখির ডাক শুনে,
ছোটছে সক্ল দামাল ছেলে
আর কি দেখা তখন মিলে।
তিতাস বুকে ঢেউয়ের ছল
নৌকা চলে ছল ছলা ছল,
রৌদ্র ছায়ার মিলন মেলা
শিয়াল দেখে করছে খেলা।
রূপালী রং আঁকাশ নীড়ে
নৌকা চলে ধীরে ধীরে,
মাঝি গায় সূরের গান
কেতুর কুতুর দারে টান।
লিখেছেনঃ বাছির আহমেদ।
The post রংধনু (কবিতা) appeared first on Amar Bangla Post.