Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

বিধ্বস্ত মানবতা (সাইয়েদ আবুল হাসান আলী নদভী)

$
0
0

মানবতাএই বই থেকে কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি….

“নিশ্চয় আমি মানুষকে সুন্দর গঠন অবয়বে সৃষ্টি করেছি।”

সুধী শ্রোতামন্ডলি!

আজকের বক্তব্যের ভূমিকা টানছি এমন একটি বিষয়কে কেন্দ্র করে, যার দিক নির্দেশনা উক্ত আয়াতের মাঝে পাওয়া যায়। আজ এমন কথা বলতে যাচ্ছি, যা অনেকের কাছে বেমানান মনে হবে। পাশ্চাত্য বলতে আজ আমেরিকা ও ইউরোপের দেশসমূহকে বোঝায়। ইউরোপ-আমেরিকা একদিকে সৌভাগ্যশীল রাষ্ট্র, অপরদিকে দুর্ভাগ্যশীলও। একটি বাক্যের মধ্যে এ ধরণের বৈপরীত্য দেখে ও শুনে হয়তো বিস্মিত হবেন আপনারা। এর মধ্যেই উক্ত বৈপরীত্যের  সন্ধান পাওয়া যায়। এ আয়াতের মর্ম এ রাষ্ট্রর সাথেই বোধ করি সবচেয়ে বেশী খাপ খাবে। এ সেই আমেরিকা, গটা বিশ্বের মোড়লীপনার চাবি যার হাতের মিঠোয়। এ নিয়ে ‘মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো’  শীর্ষক দীর্ঘ আলোচনা করেছি।

প্রশ্ন জাগে, গোটা বিশ্বের নেতৃত্ব দেয়ার যোগ্যতা এরা কি করে অর্জন করল? তামাম দুনিয়ার মানুষের জীবন কাল এদের ওপর কিভাবে নির্ভরশীল? নিশ্চয় এদের এমন কোন স্বভাব্জাত গুন আছে, যদ্দরুন সকলে আমেরিকার তল্পীবাহক সেজেছে। সারা জাহান যখন তাঁদের ভজন গীত গাইছে, তখন এদেশকে দূর্ভাগ্যশীল বলে বোকামী করলাম না তো? সত্যি বলতে কি, দুর্ভাগ্য হওয়ার প্রতিক্রিয়া কেবল ওদের মাঝে সীমিত থাকলে আমার বলার কিছু ছিল না। হতো না এ বক্তব্য তেমন একটা যুৎসই। কিন্তু সামনের আলো যেদিকে যায়, সেদিকে যায় পেছনের আলোও। তাই আমেরিকার দুর্ভাগ্য মানে সারা জাহানের দুর্ভাগ্য। আবহমান কালের ইতিহাস ঘাঁটলে দেখতে পাবেন, মাথা খাটিয়ে যারা একদিন নতুন নতুন আবিস্কার করে সকলকে  হতবাক করে দিয়েছিল, তারাই একদিন পতনের চোরাবালিতে ডুবে গিয়েছিল।

মনে রাখবেন, আমি শুধু এক বাক্যের মধ্যে ঐ বৈপরীত্যের নামোচ্চারণ করছি না এবং এক শ্বাসে-ই উচ্চারণ করছি, আমেরিকা! তুমি দুর্ভাগ্যশীল রাষ্ট্র। তুমি নিঃস্ব, আবার তুমি সৌভাগ্যশীলও।……. সম্পূর্ণ বইটি পড়তে ডাউনলোড করে নিবেন।

বইয়ের নামঃ বিধ্বস্ত মানবতা

লেখকঃ সাইয়েদ আবুল হাসান আলী নদভী

সংকলনেঃ মুজাহিম।

প্রকাশনায়ঃ মুহাম্মদ ব্রাদার্স।

⇒  ডাউনলোড করুন।

The post বিধ্বস্ত মানবতা (সাইয়েদ আবুল হাসান আলী নদভী) appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles