ঐতিহাসিক বদর প্রান্তরে প্রায় সহস্র দুর্ধর্ষ খোদাদ্রোহী বিরুদ্ধে মাত্র ৩১৩ জন আল্লাহ প্রেমিক জানবাজের ঈমানদীপ্ত ঘটনা নির্ভর একটি চমৎকার উপন্যাস বদর প্রান্তর।
ঐতিহাসিক বদরের যুদ্ধ। আল-কুরআনুল করীমে যাকে আখ্যা দেয়া হয়েছে ‘ইয়াওমুল ফুরকান’ (সত্য-মিথ্যার মাঝে সুস্পষ্ট ব্যবধান দিবস) হিসাবে। বদরের যুদ্ধ পর্যালচনা করলে সুস্পষ্টভাবে প্রতিভাত হয়ে উঠে এই বাস্তব সত্য। এটা ইসলামের একটি প্রকাশ্য মুজিযা। না হয় এতে মুষ্টিমেয় সাহাবায়ে কিরামের বিজয়ের কোন কারণই ছিলো না। কারণ, একদিকে সেখানে প্রায় সহস্র সশস্ত্র দুর্ধর্ষ যুদ্ধবাজের বিশাল বাহিনী, অপরদিকে মাত্র ৩১৩ জন নিরস্ত্র দুর্বল সাহাবী। একদিকে বিরাট সম্পদশালী আমীর-ওমরা, যারা একাই গোটা বাহিনীর ব্যয়ভার বহনে সক্ষম, অপরদিকে কর্পদকহীন দরিদ্র মুষ্টিমেয় অসহায় আল্লাহর বান্দা। একদিকে বিশাল অশ্বারোহী বাহিনী, অপরদিকে মুসলমানদের মাত্র দুটি অশ্ব। একদিকে মাত্র কয়েকটি পুরনো তলোয়ার-নেযা।
বিশ্ব ঐতিহাসিকরা এজন্য বিস্ময়ে হতবাক। এহেন পরিস্থিতিতে কিভাবে মুসলমানদের এই অভাবনীয় বিজয় সম্ভব হলো। এর একমাত্র কারণ, মুসলমানদের সুদৃঢ় ঈমান ও মহাপরাক্রমশালী আল্লাহ তা’আলার গায়েবী সাহায্য।
৩১৩ জন আল্লাহ প্রেমিকের এই ঈমানদীপ্ত কাহিনী নিয়েই রচিত বক্ষমান উপন্যাসটি। খ্যাতনামা ভারতীয় ঔপন্যাসিক মাওলানা সাদেক হোসাইন সিদ্দিকী এই উপন্যাসের রচয়িতা। তিনি নাম দিয়েছেন ‘জঙ্গে বদর’, আমরা দিয়েছি ‘বদর প্রান্তর’।
উল্লেখ্য, সারা বিশ্বে বর্তমানে অশ্লীল, বাজে নভেল-উপন্যাসের প্রতি যুবক শ্রেণীর অসাধারণ ঝোঁক দেখে অধম এর বঙ্গানুবাদ করে। সাহাবীদের শানে কোন গোস্তাখী হতে পারে বিধায় সর্বপ্রথম আল্লাহর দরবারে ক্ষমাপ্রার্থী। উদ্দেশ্য একটিই যুবসমাজকে অশ্লীলতার স্রোত থেকে রক্ষা করা। এ ব্যাপারে আমার আন্তরিকতার কোন কমতি নেই। এমনিতেই অধমের কাঁচা হাত, তাছাড়া পান্ডুলিপি তৈরী করা ব্যতীত মাস দুয়েকের ভিতরেই সরাসরি কম্পোজ করাতে ভুল-ক্রুটি হওয়া স্বাভাবিক। তাই পাঠক মহোদয়ের নিকট বিনীত নিবেদন, কোথাও ভুল-ক্রুটি পরিলক্ষিত হলে অবহিত করবেন। আমরা সংশোধনের জন্য প্রস্তুত।
উপন্যাসটি পড়তে ডাউনলোড করে নিন। ⇓
বইয়ের নামঃ বদর প্রান্তর।
লেখকঃ মাওলানা সাদেক হোসাইন।
প্রকাশনায়ঃ আল আকসা লাইব্রেরী।
⇒ ডাউনলোড করুন।
The post বদর প্রান্তর । ইসলামিক যুদ্ধের উপন্যাস) appeared first on Amar Bangla Post.