গ্রামীনফোন তার গ্রাহকদের জন্য নতুন রিচার্জ অফার চালু করেছে। এই নতুন অফার হচ্ছে ৩৯ টাকা রিচার্জে ৩৯ এম বি ইন্টারনেট ডাটা এবং এক পয়সা সেকেন্ড কল রেটে কথা বলা যাবে যেকোন লোকাল নাম্বারে। নতুন এই অফারের মেয়াদ হচ্ছে ৫ দিন। তবে এম বি মেয়াদ রিচার্জের মেয়াদ থেকে ৩ দিন।উল্লেখিত এই ৩৯ এম বি ডাটা বর্তমান ইন্টারনেট ভলিউমের ডাটার সাথে যোগ হবে। অফারের মেয়াদ জানতে *121*1*2# । উল্লেখ্য এর আগে ছিল ২৯ টাকা রিচার্জে এক পয়াসা সেকেন্ড কল রেটের সাথে ২৯ এম বি ইন্টারনেট ডাটা। গ্রামীনফোনের এই অফারের প্রথম ৪ দিন মেয়াদ থাকলেও পরবর্তীতে তা কমিয়ে ৩ দিন করা হয়।
তথ্য সূত্র : গ্রামীণফোন ওয়েব সাইট।
The post গ্রামীণফোনের নতুন অফার ৩৯ টাকা রিচার্জে appeared first on Amar Bangla Post.