Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

স্পর্শিয়া, আপনি ধর্ষণকে উস্কে দিচ্ছেন না তো!

$
0
0

স্পর্শিয়াজানুয়ারীর ৩ তারিখে সকাল ১১ টায় ৪৮ মিনিটে নাট্য অভিনেত্রী ও মডেল তারকা  অর্চিতা স্পর্শিয়া ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তার এই স্ট্যাটাস নিয়ে ফেসবুকে চলছে সমালোচনার ঝড়। তিনি ফেসবুকে তার স্ট্যাটাসে লিখেছেন “আমি ওড়না সামলাবো কেন ? সমস্যা তো আপনার হচ্ছে, হয়। আপনি চোখ সামলাচ্ছেন না কেন ??!!” তার এই স্ট্যাটাসের জবাব অনেকেই অনেক ভাবে দিয়েছেন। আমার চোখের সামনে পড়া কিছু স্ট্যাটাস আপনাদের সামনে তুলে ধরতেছি………

তাসমিয়া আক্তার তাবাসসুম লিখেছেন “#Sabnam_Faria & #Orchita_Sporshia এই দুইজন আপুর ওড়না ব্যবহার/সামলানোর ব্যপারে এলার্জি আছে।

আপুরা মনে হয় জানেনা যে, ম-তে **গীও হয় আবার ম-তে মেয়েও হয়।

২-টা শব্দই স্ত্রীলিঙ্গ হলেও ব্যবহার এবং অবস্থান গত দিক থেকে শব্দ ২-টি এবং এই ২-জাতের মেয়ে মানুষের মধ্যে পার্থক্য অনেক।

কেউ উলঙ্গ হবার হাত থেকে নিজেকে বাঁচাতে জান দিয়ে দেয় আর কেউ উলঙ্গ হওয়াটাকে ফ্যাশন মনে করে।

আপু আপনারা ফ্যাশন করবেন প্রয়োজনে শুধু ওড়না কেন চাই কি উলঙ্গ হয়ে রাস্তায় নামবেন তাতে কার বাপের কি কিন্তু কথা হচ্ছে কেউ যদি #গুঁ ঘাটাঘাটি করে আর এর ফলে অন্যরা তাকে #সুইপার ভেবে ভুল করে বসে তাহলে কিন্তু আপু অন্যদেরকে দোষ দেয়া যাবেনা।

আপনার ওড়না ছাড়া বা উলঙ্গ হয়ে রাস্তায় নামবেন ভালো কথা কিন্তু যদি অন্যরা আপনাদেরকে **শ্যা মনে করে দর হাঁকিয়ে বসে তাহলে কিন্তু আপু অন্যদেরকে দোষ দেয়া যাবেনা।

এই ক্ষেত্রে কমপ্লেইন করেও মনেহয় কোনো ফায়দা হবেনা”

সামিরা আক্তার লিখেছেনঃ একজন মুসলমান মেয়ে কিভাবে এ কথা বলে? “

যুবাইয়ের মাহমুদ লিখেছেনঃ আমি চোখ সামলাবো কেন?

সমাস্যা তো আপনার হচ্ছে, হোক

তো আপনি বুক সামলাচ্ছেন না কেনু।“

মাহি আল জাওয়াদ লিখেছেনঃ ভগিনী, চোখ সামলানো আপনার থেকে আমাদের শেখা লাগবে না। আল’হামদুলিল্লাহ আল্লাহ(সুবঃ) ১৪০০ বছর আগেই সূরা নূর অধ্যায়:২৪ আয়াত:৩০ এ আমাদের এটা শিয়েছেন। কিন্তু, আপনার সমগোত্রীয় পুরুষরাই, যারা চোখ সামলাবে না তাদের সামনে কিন্তু সমস্যা তাদের না বরং আপনাদেরই হবে এবং হচ্ছে। ইতিহাস সাক্ষী।

অনেকেই আবার তাকে বাংলা সানিলিয়ন হিসেবে আখ্যায়িত করতেছি। আমি আর সেদিকে যাচ্ছি না। কোন মেয়ে যদি নিজেকে পুরুষের উপভোগ্য বস্তু মনে করে তাহলে তাকে আমরা কি বলতে পারি? সমস্যাটা হচ্ছে, সবাইতো আর ওড়না খোলা মেয়েদের মতো নির্লজ্জ হয় না। এসব মেয়েদের দেখলে লজ্জাশীল পুরুষদের লজ্জায় মাথা নিচু করতে হয়। আপনি ফেসবুকে যা লিখেছেন তা লজ্জাশীল নারীদের জন্য আপত্তিক্য ও তাদের সম্মানহানীও বটে। বোন তাসমিয়ার কথায় আপনি খেয়াল করে দেখুন না, তিনি তার প্রতিবাদের মাধ্যমে কি বুঝাতে চেয়েছেন। আপনাদেরকে থেকে নিজেদেরকে আলাদা করতেই হয়তো তিনি এই ধরণের স্ট্যাটাস দিয়েছেন। একজন নারীর কাছেই আপনার গ্রহণ যোগ্যতা নেই, এটা কি আপনার জন্য অসম্মানজনক নয়? আপনার এই কথা শুনে এখন যদি কোন পুরুষ কোন মেয়েকে ধর্ষন করার প্রতি উৎসাহিত হয় তাহলে এর দায় কি আপনি নিবেন? আপনি কি পারবেন সম্ভ্রম হারানোর নারীর সম্ভ্রম ফিরিয়ে দিতে? আপনি যদি এই কথা বলতে পারেন তাহলে এখন থেকে ধর্ষকরা যদি বলে, আমি ধর্ষণ করবো না কেন? সমস্যা হলে ধর্ষিতার হচ্ছে, আপনারা চিল্লাচ্ছেন কেন? এর পেক্ষিতে আপনি কি বলবেন? খোঁজ নিয়ে ইতিমধ্যে হয়তো অনেকে তা বলে ফেলেছে।

স্পর্শিয়া, আমি আপনার জীবনের গল্প জানি। আলোচিত হবার জন্য নারীর স্পর্শকাতর বিষয় নিয়ে এভাবে কথা বলা ঠিক হয়নি। আপনি একজন বিনোদন জগতের সম্মানিত নারী। নিজের সম্মান ধরে রাখার চেষ্টা করুন। আমি আপনার চালাকি ধরতে পেরেছি। কিন্তু আপনি অতিচালাকি করে ফেলেছে। আমি আপনার টাইমলাইন ঘুরে দেখেছি। আপনার চলচিত্রে অভিষেক ঘটেছে। এবং আপনি ইতিমধ্যে বন্ধন নামক ছবিতে অভিনয় শুরু করে দিয়েছেন। সেটা যাতে বিনা পয়সায় পরিচিত লাভ করতে পারে তার জন্যই আপনার প্রচেষ্টা। আপনি আপনার প্রচেষ্টা সফল হয়েছেন ঠিকি, কিন্তু সারা জীবন মানুষের কাছে গালির পাত্র হয়েই থাকবেন।

ও তে ওড়না
মেয়েদের ওড়না নিয়ে একদল লম্পট শ্রেণী লোকেরা সমালোচনা করতেছে। তাঁদের জন্য গালে চটাঘাত করার জন্য এই ছবিটিই যথেষ্ট।

The post স্পর্শিয়া, আপনি ধর্ষণকে উস্কে দিচ্ছেন না তো! appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles