প্রশ্নঃ আমার স্ত্রীর মাসিক চলাকালেও সহবাস করতে আগ্রহী। এ অবস্থায় সহবাস করা কি ঠিক হবে?
উত্তরঃ স্ত্রীর মাসিক চলাকালে সহবাস করা ইসলামে নিষিদ্ধ এবং স্বাস্থ্যের জন্যও তা খারাপ। নারীর মাসিক চলাকালে তার যৌন আকাঙ্ক্ষা বেড়ে যায় তা ঠিক, কিন্তু এ অবস্থায় যৌন মিলন করলে তার স্বাস্থ্যের ক্ষতি হবে। এমন বাঁধা নিষেধ চিকিৎসা বিজ্ঞানেও আছে। কেননা, এমন সময় নারীর যোনিপথ থাকে অপরিচ্ছন্ন। মাসিক চলাকালে স্ত্রীর যৌন আকাঙ্ক্ষা যদি বেড়ে যায় তাহলে তাকে আপনি বিকল্প পন্থায় তার চাহিদা পূরণ করতে পারেন। আর তা হচ্ছে যৌন আলিঙ্গনের মাধ্যমে। নারীর যোনিপথ ব্যবহার করার ব্যতীত আপনি সর্বাঙ্গ আলিঙ্গন করার দ্বারা তাকে তৃপ্তি করতে পারেন। এবং তা ইসলামে জায়েয আছে।
আপনি আরো পড়তে পারেন…………
০১। স্ত্রীর মাসিকের সময় স্বামী ধৈর্য্য ধারণ করতে পারে না। এ অবস্থায় স্বামী কি করা উচিত?
০২। স্ত্রীর মাসিক চলাকালে সঙ্গম করলে যা করতে হবে।
০৩। মাসিকের সময় সহবাস কেনো নিষিদ্ধ
০৪। স্ত্রীর মাসিকের সময় পায়ুপথ ব্যবহার করে সঙ্গম করা যাবে?
০৫। আশুচিতা।
The post প্রশ্নঃ আমার স্ত্রীর মাসিক চলাকালেও সহবাস করতে আগ্রহী? appeared first on Amar Bangla Post.