সুশিক্ষাই শিক্ষাই জাতীর মেরুদণ্ড। আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ। তাই প্রত্যেক শিশুকেই ছোট কাল থেকেই সুশিক্ষা দিয়ে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। ছোট কাল থেকে তাদের শিখাতে হবে ন্যায়-নীতি, আদব-শিষ্ঠাচার সহ অন্যান্য বিষয়াদি। তাই আপনার ছোট্ট সোনামণিকে আনন্দের সাথে পাঠ্যদান করতে ডাউনলোড করে নিন মটু পাতলু আদর্শ লিপি বইটি। বাচ্ছাদের কাছে এখন মটু পাতলু কার্টুন অনেক জনপ্রিয়। বাচ্ছাদেরকে পড়ায় আগ্রহ করতে কার্টুন অনুসর করে এর নাম করণ করা হয়েছে। বইটিতে ৭০ টি বিষয় বস্তু আছে। যা আপনার ছোট্ট সোনামণির জন্য ভালো সহায়ক হবে। বইটি রচনা ও সম্পাদনা করেছেন সেলিনা আক্তার।
শিরোনাম ঃ মটু পাতলু আদর্শ লিপি (একের ভিতরে সত্তুর)
বই ধরণ ঃ PDF
বই সাইজ : ৩০ মেগাবাইট।
ডাউনলোড করুন Download Now.
The post মটু-পাতলুর আদর্শ লিপি (শিশুদের বই) appeared first on Amar Bangla Post.