Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

খাওয়ার আদব (বই)

$
0
0

খাওয়ার আদব“খাওয়ার আদব” বইটিতে শুধু খাওয়ার আদবই বর্ণিত হয়নি; বরং তাতে মুসলমানদের জীবনযাপনের বেশকিছু জরুরি বিষয়াদিও বর্ণিত হয়েছে। এটি একটি উর্দু কিতাবের বঙ্গানুবাদ। আর আমরা এই অনুবাদ কর্মটি সম্পন্ন করেছি শুধু এই কারণে যে, এতে সন্নিবেশিত কতিপয় তথ্য আমাদের অজানা। সত্যি বলতে কি, এগুলো বিনা তাহাকীকেই সাধারণ্যে যুগ যুগ ধরে আমল হয়ে আসছে।

মাওলানা ত্বকী ওসমানীর লিখনীতে যখন তা উদ্ভাসিত হলো, তখন ভাবলাম, এখনই তা বাংলা ভাষায়ও প্রকাশিত হওয়া চাই। যাতে সাধারণ পাঠকবর্গ তাঁদের দ্বিধা-দ্বন্দ্ব দূর করতে পারেন এবং আলিম সমাজও পারেন তথ্য ও তত্ত্ব খুঁজে বের করতে। এভাবেই আশা করা যায়, ‘সঠিক’ ও ‘বেঠিক’ দিবসের আলর মতো পরিস্ফুটিত হয়ে উঠবে।

মাওলানা ত্বকী ওসমানী (দা.বা.) বর্তমান এলমী দুনিয়ার একটি নক্ষত্র। তিনি সকলের কাছে সমভাবে বরেণ্য ও মান্য। সুতরাং পুস্তিকায় সন্নিবেশিত বিষয়াদির ব্যাপারে আমরা আপাতত দায়মুক্ত। তবে হ্যাঁ, অনুবাদক কর্মের ক্রুটির দায়ভার আমরাই বহন করব। তবে হৃদয়বান পাঠকবর্গের উদারতায় ইনশাআল্লাহ, পরবর্তীতে আমরাও হয়ে উঠব পরিশোধিত ও পরিমার্জিত।

বইয়ের নামঃ খাওয়ার আদব।

লিখেছেনঃ হযরত মাওলানা তকী উসমানী (দা.বা.)

অনুবাদঃ মুহাম্মদ নিজাম উদ্দীন বকসী।

প্রকাশনায়ঃ এদারায়ে কুরআন।

বই ধরণ : PDF

 ডাউনলোড করুন। 

The post খাওয়ার আদব (বই) appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles