মাসআলাঃ-৮. দু’সহবাসের মাঝে গোসল অতি উত্তম
রাফের হাদীসের প্রেক্ষিতে অযু থেকে গোসল উত্তম।
♥ সহবাসের পর গোসল করার নিয়ম
নিশ্চয় একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম তার স্ত্রীদের সাথে সহবাস করলেন। তিনি এর কাছে গোসল করলেন এবং ওর কাছেও গোসল করলেন। রাবী বলেন, আমি তাঁকে বললাম, হে আল্লাহর রাসূল! আপনি কি তাঁকে একটি গোসলে পরিণত করতে পারলেন না। তিনি বললেন, এটা অধিকতর পরিচ্ছন্ন, অতি উত্তম ও সর্বাধিক পবিত্রতা। [1]
[1] আবী দাউদ ও নাসাঈ ইশরাতুন নিসা (৭৯/১), ত্ববরানী (৬/৯৬/১), আবূ নাঈম আত-তিব (২?১২?১) হাসান সানাদে। আর আমি এ ব্যাপারে (–আরবী)এর (২১৫) নম্বরে আলোচনা করেছি।
আপনি পড়ছেনঃ বাসর রাতের আদর্শ বই থেকে
The post দু’সহবাসের মাঝে গোসল অতি উত্তম appeared first on Amar Bangla Post.