Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

তিব্বে নববী : বিশ্বনবীর চিকিৎসা বিধান (বই)

$
0
0

আখেরী নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্ব মানবতার সার্বিক উৎকর্ষ সাধনের জন্য প্রেরিত হয়েছেন। রূহানী চিকিৎসার পাশাপাশি রাহমাতুল্লিল আলামীন হিসাবে তিনি উম্মতের দৈহিক চিকিৎসার ক্ষেত্রেও যেসব তথ্য দিয়ে গেছেন, আজ জ্ঞান-বিজ্ঞানের চরম উন্নতির অধুনা এ যুগেও তাঁর পরিবেশিত অন্যান্য সকল তথ্যের ন্যায় চিকিৎসা-বিজ্ঞান সম্পর্কিত তথ্যাবলীও এমন এক চুড়ান্ত পর্যায়ে উপনীত যে, সংশ্লিষ্ট গবেষগণ আজও তা থেকে কেবল উপকৃতই হচ্ছেন না; বরং এসব তথ্যাবলীকে তাঁরা চিকিৎসা বিজ্ঞানের মাপকাঠি রূপে মেনে নিতে বাধ্য হচ্ছেন। সময় যতই অতিবাহিত হচ্ছে, এর বাস্তবতা ততই দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে উঠছে।

প্রিন্সিপ্যাল জনাব হাফেজ নযর আহমদ কর্তৃক উর্দূ ভাষায় সংকলিত তিব্বে নববী (সাঃ) গ্রন্থটিতে বিষয়ের কিছুটা সুন্দরভাবে বিন্যস্ত হয়েছে।

বাংলা অন্যবাদক মূলানুগ অনুবাদের জন্য চেষ্টার কোন ক্রুটি করেন নাই। এ জন্য তিব্ব শাস্ত্রে বিশেষজ্ঞগণের সাথে যোগাযোগ করে তাঁদের নির্দেশনাও গ্রহণ করা হয়েছে।

তারপরও বাংলা ভাষায় যেহেতি এটি প্রথম প্রয়াস, তাই অনিচ্ছাকৃত ভুল-ক্রুটি থাকা স্বাভাবিক। বিজ্ঞ পাঠকের খেদমতে এ সম্পর্কিত সুপরামর্শ প্রদানের আশা রইল। যাতে সামনে বইটি সর্বাঙ্গে সুন্দর করা যায়।

শিরোনামঃ তিব্বে নববী : বিশ্বনবীর চিকিৎসা বিধান

মূল্যঃ প্রিন্সিপ্যাল হাফেয নজর আহমদ (লাহোর) 

অনুবাদকঃ মাওলানা মুহাম্মদ নূরূয যমান (ঢাকা) 

ফাইল ধরণঃ পিডিএফ 

ফাইল : ২ টি 

আকার : ৯ মেগাবাইট (২)

 প্রথম খন্ড ডাউনলোড করুণ 

দ্বিতীয় খন্ড ডাউনলোড করুণ 

The post তিব্বে নববী : বিশ্বনবীর চিকিৎসা বিধান (বই) appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles