নিজেকে শাকিব খানের সন্তানের মা বলে দাবি করলেন দীর্ঘদিন আড়ালে থাকা বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী অপু বিশ্বাস।
২০০৮ সালের ১৮ এপ্রিল তাদের বিয়ে হয় দাবি করে তিনি বলেন, শাকিব খানের চাপেই এতদিন বিয়ের খবর গোপন করেছিলেন তিনি।
অতি গোপনীয়তায় বিয়ের কাজ সারেন তারা। শাকিবের বাড়িতে তার ভাই ও বাড়ির লোকজন, অপুর মেজো বোন ছাড়াও প্রযোজক মামুনুজ্জামান মামুন ছিলেন বিয়েতে।
বিয়ের কাজী এসেছিলো শাকিবের গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে। মুসলিম ধর্মমতে বিয়ে হয় তাদের। অপু বিশ্বাসের নতুন নাম রাখা হয় অপু ইসলাম খান।
এর আগে সোমবার (১০ এপ্রিল) অনেকটা আকস্মিকভাবেই বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজটোয়েন্টিফোরে উপস্থিত হয়ে সরাসরি অনুষ্ঠানে (লাইভ) শাকিব খানের সঙ্গে তার বিয়ে, সন্তানের জন্ম সহ আরও অন্যান্য বিষয়ে কথা বলেন অপু বিশ্বাস।
এ সময় নিজের সঙ্গে থাকা পুত্র সন্তানকে শাকিব খানের ঔরসজাত সন্তান দাবি করে অপু বিশ্বাস বলেন, তার সন্তানকে যেন বাবার স্নেহ থেকে বঞ্চিত না করা হয়।
শাকিব খানের ঔরসজাত নিজের পুত্র সন্তানের নাম আব্রাহাম খান জয়।
দেখুন সেই ভিডিও………
The post সাকিব ও অপু বিশ্বাসের গোপন বিয়ে! সন্তানের স্বীকৃতি দিতে লাইভ ভিডিওতে অপুর কান্না appeared first on Amar Bangla Post.