Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

ছেলের দায়িত্ব নিতে চাইলেও অপুর দায়িত্ব নেবে না শাকিব খান!

$
0
0

শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ের খবর এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণতি হয়েছে। অপু বিশ্বাসের স্বীকারোক্তির পর শাকিব গণ্যমাধ্যমকে জানিয়েছেন যে, সন্তান আব্রাহামের দায়িত্ব নেবেন তিনি। কিন্তু স্ত্রী হিসেবে অপুর দায়িত্ব নেবেন না তিনি।

আজ ১০ এপ্রিল বিকেলে নিউজ ২৪- টিভি লাইভে চিত্রনায়িকা অপু বিশ্বাস অনেক অজানা তথ্য দিয়েছেন। অপর শাকিবও স্বীকার করেছেন অপুকে ২০০৮ সালে বিয়ে করার কথা। ছেলে আব্রাহাম খান জয়ের ব্যাপারেও মুখ তিনি খুলেছেন।

শাকিব একটি দৈনিকের অনলাইনকে বলেছেন, ‘সন্তানের দায়িত্ব নেবো। অপুর দায়িত্ব নেবো না।’ তার মতে, লাইভে গিয়ে অপু বিশ্বাস তাকে অসম্মান করেছেন।

এদিকে ফেসবুকে শাকিবের নোংরা মানসিকতার নিন্দার ঝড় উঠেছে। তাঁর এই মন্তব্য নিন্দার নিন্দার পালে নতুন হাওয়া লাগিয়েছে। অনেকে বলাবলি শুরু করেছেন, শাকিব খান হচ্ছে, বর্গা চাষীদের মতো, ফসল নেবে কিন্তু জমি নেবে না। 

প্রশ্ন হচ্ছে, যে সন্তানের জন্য অপু বিশ্বাস ১০ মাস কষ্ট করেছেন, সে সন্তানের দায়িত্ব শাকিব নিবেন কিন্তু যে সন্তানকে গর্ভ রেখে যিনি কষ্ট করেছেন তাঁর দায়িত্ব নেবেন না এমন কথা কি কোনো সুস্থ মস্তিঙ্ক মানুষ বলতে পারে? কেনো, সন্তান পালনের ক্ষমতা কি অপু বিশ্বাসের নেয়? 

The post ছেলের দায়িত্ব নিতে চাইলেও অপুর দায়িত্ব নেবে না শাকিব খান! appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles