রাতে একাত্তুর টিভি'র সাংবাদিকা ফারজানা শাকিব খান কে ফোন করে তার বক্তব্য জানতে চাওয়া হয়। অপর দিকে সরাসরি নিজ বাসায় থেকে অপু তার বক্তব্য পেশ করে। একাত্তুর টিভি'র স্টুডিও উপস্থিত ছিলেন সাংবাদিক নঈম ইসলাম। শাকিবকে কিছু প্রশ্ন করা হলে তার পক্ষে থেকে কোন সদুত্তর পাওয়া যায় নি। তাকে যত বার প্রশ্ন করা হয়েছে তিনি ততবারই অপুকে জিজ্ঞাসা কথার বলেছেন। তিনি নিজ থেকে এসব প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন।
দেখুন সেই লাইভ ভিডিও।
The post একাত্তুর লাইভে শাকিব ও অপু বিশ্বাসের সরাসরি বক্তব্য শুনুন (ভিডিও) appeared first on Amar Bangla Post.